উত্তর ২৪ পরগনা: টিটাগড়ে তৃণমূল কর্মীর মৃত্যু-মামলায় তিনজনকে গ্রেফতার করল পুলিশ। তৃণমূলের গোষ্ঠীকোন্দল ও ঝামেলায় আকাশ প্রসাদ নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয় রবিবার। এই ঘটনায় খড়দহ থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম আয়ুশ সাউ, অর্জুন সাউ ও রোহিত সাউ। পুলিশ ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে। আরও কয়েকজনের খোঁজে পুলিশ।
এদিকে আকাশ প্রসাদের মৃত্যুর মামলায় সোমবার থমথমে টিটাগড়ের পানিট্যাঙ্কি এলাকা। সেখানেই তাঁর বাড়ি ছিল। এই ঘটনায় ফুঁসছেন এলাকার লোকজন। দোষীদের কড়া শাস্তির দাবি তুলেছেন তাঁরা। এদিন সকাল থেকেই নিহতের বাড়ির এলাকায় পুলিশ পিকেটিং চলছে।
টিটাগড় পুরসভার দুই তৃণমূল কাউন্সিলর বিকাশ সিং ও সোনু সাউয়ের অনুগামীদের মধ্যে ঝামেলা লাগে রবিবার। সেই ঝামেলার মাঝেই আকাশ প্রসাদের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে তাঁদের ছেলেকে। এমনও পুলিশ সূত্রে খবর, হকি স্টিক বা এরকমই কোনও কিছু দিয়ে মারধর করা হয় আকাশকে।
অভিযোগ, কাউন্সিলর বিকাশ সিংয়ের এক ঘনিষ্ঠের বাড়িতে তালা ঝুলিয়ে দেন আরেক কাউন্সিলর সোনু সাউয়ের লোকেরা। সেই তালা খোলাকে ঘিরেই বাধে গোলমাল। এরপর হাতাহাতি, ব্যাপক গোলমাল শুরু হয়। আহত হন আকাশ। বিএন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান তিনি।