TMC ISF: কব্জি থেকে হাত কেটে নেওয়ার নিদান দিয়ে বিতর্কে তৃণমূল নেতা

Saumav Mondal | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 26, 2023 | 2:46 PM

TMC ISF: ভাঙড়, হাড়োয়া-সহ দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকা স্পর্শকাতর। নিত্য সেখানে বোমাবাজি, গুলিচালনার অভিযোগ ওঠে। আইএসএফ-তৃণমূলের সংঘর্ষের অভিযোগ ওঠে একাধিক। সেখানে দাঁড়িয়ে শাসকদলের এক নেতার এহেন মন্তব্যে যথেষ্টই বিতর্ক তৈরি হয়েছে।

TMC ISF:  কব্জি থেকে হাত কেটে নেওয়ার নিদান দিয়ে বিতর্কে তৃণমূল নেতা
তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্য

Follow Us

হাড়োয়া: পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। কিন্তু এখন থেকেই তপ্ত হতে শুরু করেছে বাংলার রাজনীতি। এখনও দায়ের হয়নি। উন্নয়নে কেউ বাধা দিতে এলে কব্জি থেকে হাত কেটে নেওয়ার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা। বসিরহাটের হাড়োয়া অটোস্ট্যান্ডে বসিরহাট সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রকাশ্য কর্মিসভা ছিল। আর সেখানে হাড়োয়া ২ নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি খালেক মোল্লা বক্তব্য রাখতে গিয়ে আইএসএফ-কে নিশানা বানান। তিনি বলেন, “রাজ্য জুড়ে যেভাবে উন্নয়ন হচ্ছে তাতে কেউ বাধা দিতে আসলে এক একটা করে হাতের কব্জি কেটে নেব। রাজনৈতিক ভাবে মোকাবেলা করুন। এলাকায় কোন সন্ত্রাস করলে বা আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরলে তার পাল্টা প্রতিরোধ হবে।”
এখানেই থেমে থাকেননি তিনি। আইএসএফ বিধায়কের নাম না নিয়ে তিনি বলেন, ” বিজেপির হয়ে দালালি করছেন আপনি। আপনারা পরিকল্পনা করে হাড়োয়ায় সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছেন। আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। কিন্তু কেউ এলাকায় এসে পরিকল্পিত সন্ত্রাস তৈরি করলে তার পাল্টা প্রতিরোধ হবে।”

ভাঙড়, হাড়োয়া-সহ দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকা স্পর্শকাতর। নিত্য সেখানে বোমাবাজি, গুলিচালনার অভিযোগ ওঠে। আইএসএফ-তৃণমূলের সংঘর্ষের অভিযোগ ওঠে একাধিক। সেখানে দাঁড়িয়ে শাসকদলের এক নেতার এহেন মন্তব্যে যথেষ্টই বিতর্ক তৈরি হয়েছে। হাড়োয়ার আইএসএফ নেতা কুতুবুদ্দিন ফাতেহি বলেন, “এত উন্নয়ন করেছেন, তাহলে সন্ত্রাসের কথা কেন বলছেন? সুস্থ ভাবে ভোট করুন, মানুষ দেখবে ভোট কারা পায়। বাংলার মানুষ ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছে।” তিনি আরও বলেন, “যারা হাত কাটার কথা বলে এলাকায় আতঙ্ক তৈরি করছে, তারা আসলে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে তাইছে। মানুষ ভয় পায় না আর। মানুষ এই তৃণমূলকে বঙ্গোপসাগর পার করে দেবে।” আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে মানুষ তার যোগ্য জবাব দেবে বলে আশাবাদী তিনি।

Next Article