Madan Mitra: ‘আগামী ৩০ বছর কামারহাটিতে লালঝান্ডা পোঁতার সুযোগ থাকবে না’, ফের হুমকি মদনের

Ananta Chattopadhyay | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 06, 2023 | 1:01 PM

Kamarhati: পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে যখন উত্তপ্ত পরিস্থিতি ঠিক তখন সিপিএম-কে হুমকি দিতে শোনা গেল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) গলায়।

Madan Mitra: আগামী ৩০ বছর কামারহাটিতে লালঝান্ডা পোঁতার সুযোগ থাকবে না, ফের হুমকি মদনের
মদন মিত্র, কামারহাটির বিধায়ক (নিজস্ব চিত্র)

Follow Us

কামারহাটি: গত বৃহস্পতিবার ফল প্রকাশ হয়েছে সাগরদিঘি উপনির্বাচনের। সেখানে তৃণমূলকে পরাজিত করে জয়ী হয়েছেন বাম-কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে সাগরদিঘির (Sagardighi) এই ফলাফলে কিছুটা আত্মবিশ্বাসী বিরোধী শিবির। তবে হাল ছাড়তে নারাজ শাসক দল তৃণমূল। খোদ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বিজেপি-সিপিএম-কংগ্রেসের বিরুদ্ধে একাই লড়বেন তাঁরা। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে যখন উত্তপ্ত পরিস্থিতি ঠিক তখন সিপিএম-কে হুমকি দিতে শোনা গেল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) গলায়।

রবিবার উত্তর ২৪ পরগনার কামারহাটি (Kamarhati) পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ড এলাকার এক অনুষ্ঠানে পৌঁছন মদন (Madan)। সেখান থেকে বিজেপি-কংগ্রেস-সিপিএমকে ‘বদমাস’ বলে কটাক্ষ করেন তিনি। এরপরই সিপিএম-কে ঝাঁঝালো ভাষা আক্রমণ করে তৃণমূল সংসদ বলেন, “কংগ্রেস-সিপিএমকে বলছি, যদি মদন মিত্র বেঁচে থাকে আগামী ৩০ বছর এখানে লাল ঝান্ডা পোঁতার কোনও সুযোগ থাকবে না। আমার খুলিয়ে দেব।”

এর পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, “উনি দিবা স্বপ্ন দেখছেন। যা ইচ্ছা বলুন। আমরা-আমাদের কাজ করব।”

উল্লেখ্য, তবে এই ঘটনা প্রথম নয়, এর আগেও সিপিএম-কে হুমকি দিতে শোনা গিয়েছিল মদনের গলায়। মীনাক্ষী মুখোপাধ্যায়কে খোলা চ্যালেঞ্জ করেছিলেন মদন। বলেছিলেন,‘বৃন্দা কারাতকে নিয়ে আসুন সভা করুন। একই দিনে একই সময় সভা করুক ফুলতলা ময়দানে। এক মিনিটে ফাঁকা করতে যদি না পারি তাহলে জীবনে তৃণমূলের ঝান্ডা ধরব না।’ ভোটের আগে আত্মবিশ্বাসী সুরে সেদিন মদন মিত্ বলেছিলেন,’১৩ কোটি মানুষের পশ্চিমবঙ্গে এখনও কিছু কিছু জায়গায় কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা বিজেপি,সিপিএম,কংগ্রেস মিলে করার চেষ্টা করছে। তবে নিশ্চয়ই থাকতে পারেন, ৯৮ শতাংশ জায়গায় তৃণমূলের নৌকা পঞ্চায়েতের ঘাট অতিক্রম করবে।’

 

Next Article