Sahajahan Sheikh: শাহজাহান এখনও বেপাত্তা, তবে এবার আশাবাদী সন্দেশখালির তৃণমূল বিধায়ক

Sourav Dutta | Edited By: Soumya Saha

Jan 24, 2024 | 8:07 PM

Sandeshkhali: সন্দেশখালির বিধায়কের দাবি, 'যেহেতু কোনও তথ্য-প্রমাণ নেই শেখ শাহজাহানের বিরুদ্ধে। ফলে আগামী দিনে নিশ্চয়ই ইডির সঙ্গে সহযোগিতা করবেন।' ১৯ দিন আগে যেদিন ইডির টিমের উপর হামলা হয়েছিল, যদি সেদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি চালাত, সেদিনও এর থেকে বেশি কিছু পেত না। সেকথাও দাবি করছেন সুকুমার মাহাতো।

Sahajahan Sheikh: শাহজাহান এখনও বেপাত্তা, তবে এবার আশাবাদী সন্দেশখালির তৃণমূল বিধায়ক
কী বললেন সন্দেশখালির বিধায়ক
Image Credit source: TV9 Bangla

Follow Us

সন্দেশখালি: অবশেষে শেখ শাহজাহানের ডেরায় আজ ঢুকতে পারল ইডির টিম। সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনার ১৯ দিন পর আজ তালা ভেঙে শেখ শাহজাহানের বাড়িতে ঢোকেন ইডির অফিসাররা। বাড়ির ভিতর দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়। যদিও, শেখ শাহজাহান এখনও বেপাত্তা। বাড়ির দরজায় সাঁটানো হয় হাজিরার নোটিস। আজ ইডির তল্লাশি অভিযানের পর অবশ্য সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো আশাবাদী, শেখ শাহজাহান ইডির সঙ্গে সহযোগিতা করবেন। তবে প্রথম দিন ইডির টিম এসে যে হামলার মুখে পড়েছিল, তাতে কারও না কারও প্ররোচনা ছিল, সেকথা মানছেন বিধায়কও।

সন্দেশখালির বিধায়কের দাবি, ‘যেহেতু কোনও তথ্য-প্রমাণ নেই শেখ শাহজাহানের বিরুদ্ধে। ফলে আগামী দিনে নিশ্চয়ই ইডির সঙ্গে সহযোগিতা করবেন।’ ১৯ দিন আগে যেদিন ইডির টিমের উপর হামলা হয়েছিল, যদি সেদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি চালাত, সেদিনও এর থেকে বেশি কিছু পেত না। সেকথাও দাবি করছেন সুকুমার মাহাতো। টিভি নাইন বাংলাকে বিধায়ক বললেন, ‘আজ ইডি তল্লাশি করল। কিছুই পাওয়া যায়নি। যদি আগের দিনও তল্লাশি করত। কিছুই পাওয়া যেত না।’

তবে আগের দিনে যে অনভিপ্রেত ঘটনা ঘটেছিল, সেখানে যে কারও প্ররোচনা ছিল, সেকথাও অস্বীকার করলেন না বিধায়ক। সুকুমার মাহাতোর কথায়, ‘এর আগের যে ঘটনা ঘটেছিল, তাতে নিশ্চয়ই কোনও প্ররোচনা হয়েছিল। মানুষ প্ররোচিত হয়েছিল বলেই হয়ত ইডির সঙ্গে মারপিট হল। যদি ইডি তল্লাশি করত, আগের দিনও হয়ত একই রেজাল্ট হত।’ তিনি মনে করছেন, যেহেতু শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনও ‘তথ্য-প্রমাণ নেই’, তাই আগামী দিনে শেখ শাহজাহান নিশ্চয়ই ইডির সঙ্গে তদন্তে সহযোগিতা করবেন। বললেন, ‘আমরা হাইকোর্টকে সম্মান করি। হাইকোর্টের নির্দেশে নিশ্চয়ই তিনি ইডির ডাকে সাড়া দেবেন।’

Next Article