তেঘরিয়া: বৃহস্পতিবার সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা কল্যাণী এক্সপ্রেসওয়ের তেঘরিয়া মোড়ে। রক্তে ভাসল রাস্তা। মৃত্যু হল দুই সাইকেল আরোহীর। দু’জনেই নাবালক বলে জানতে পারা যাচ্ছে। ঘটনায় উত্তেজনা এলাকায়। সূত্রের খবর, এদিন মাঝেরহাটির দিক থেকে মুরাগাছার দিকে সাইকেলে নিয়ে যাচ্ছিল দুই কিশোর। একজনের বয়স ১৭, একজনের ১৮। সেই সময় তেঘড়িয়া মোড়ের কাছে একটি সিমেন্ট বোঝাই লরি আচমকা পিছন থেকে সাইকেলে সজোরে ধাক্কা মারে। তাতেই সাইকেল থেকে ছিটকে পাস্তায় পড়ে যায় দুই কিশোর। চোখের পলকে লরির চাকায় পিষে যায় দু’জনেই।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, কল্যাণী এক্সপ্রেসও সম্প্রসারণের কাজ হচ্ছে। যে কারণে যান চলাচলে সমস্যা লেগেই আছে। কিন্তু, ট্র্যাফিক পুলিশের ঠিকঠাক নজরদারি নেই। দুর্ঘটনা লেগেই আছে। এদিন দুই কিশোরের মর্মান্তিক মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা। ভাঙচুর চলে ঘাতক লরিতে। টায়ার জ্বালিয়ে চলে পথ অবরোধ। বেশ কিছুক্ষণের জন্য এলাকায় ব্যাপক যানজটের ছবিও দেখা যায়।
এদিকে উত্তেজনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে নিমতা থানার পুলিশ। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একইসঙ্গে মৃত দুই কিশোরের দেহ উদ্ধার করে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পুলিশ যেতেই আবার উত্তেজিত জনতাকে পুুলিশকে ঘিরে ধরে বিক্ষোভও দেখাতে দেখা যায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে মৃত দুই কিশোরের মধ্যে একজনের নাম সাগর ঘোষ। বাড়ি বেলঘড়িয়ায়। কিন্তু, অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি। অন্যদিকে ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। গ্রেফতার চালক।