হাবরা: মাটি করেছে! মাটিই করেছেন। এটাই বোধহয় বাকি ছিল। আগামী পাঁচ বছর গ্রামের নিয়ন্ত্রণ নাগাল থেকে বেরিয়ে যাচ্ছে দেখে একেবারে এক খাবলা ব্যালট পেপার খেয়ে ফেললেন তৃণমূল প্রার্থী। এমনই অভিযোগ সিপিএমের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবরায়। সেখানে ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের ৩১ নম্বর বুথের গণনা চলছিল। সেখানে সিপিএমের হয়ে ভোটে লড়ছিলেন রবীন্দ্রনাথ মজুমদার। আর ঘাসফুল শিবিরের থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন মহাদেব মাটি। বামেদের অভিযোগ, প্রথমে সিপিএম প্রার্থী চার ভোটে জিতে যাচ্ছিলেন ওই বুথে। আর সেই দেখে মরিয়া তৃণমূল প্রার্থী নাকি ঘরে ঢুকে বাম প্রার্থীর অংশের ব্যালটের বান্ডিল থেকে এক খাবলা ব্যালট পেপার ছিঁড়ে মুখে পুরে নিয়েছেন। তারপর বাকিটা ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছেন।
বামেদের অভিযোগ, ব্যালট খেয়ে নেওয়ার এমন কাণ্ডের পর তৃণমূলের তরফে আবার নতুন করে ভোট গণনার দাবি করা হয়। পরে আবার ভোট গণনা হওয়ার পর, জিতে যান তৃণমূল প্রার্থী মহাদেব মাটি। দ্বিতীয়বার গণনার পর, সিপিএম প্রার্থীকে ৪৪ ভোটে হারিয়েছেন তিনি। আর এই ঘটনা নিয়েই ভোটগণনা কেন্দ্রের বাইরে বেরিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার। তাঁর বক্তব্য, একবারই গণনা হয়েছিল। চাইলে তৃণমূল প্রার্থী পুনরায় গণনার দাবি করতে পারতেন। কিন্তু তা না করে, তৃণমূল প্রার্থী ঘরে ঢুকে বাম প্রার্থীর ব্যালটের অংশ থেকে এক বান্ডিল ব্যালট তুলে নেন। অর্থেক চিবিয়ে চিবিয়ে খেয়ে নেন, তারপর বাকি অর্ধেক ফেলে দেন।
যদিও এই ঘটনা নিয়ে তৃণমূল প্রার্থীর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে বামেদের এই অভিযোগের বিষয়টি নিয়ে শাসক দলের জেলা নেতৃত্বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, তাদের বক্তব্য এই নিয়ে কোনও অভিযোগ এখনও দলের কাছে আসেনি। বিষয়টি তাঁরা খোঁজখবর নিয়ে দেখছেন। এদিকে হাবরার এই ঘটনাকে কেন্দ্র করে ভোটগণনা কেন্দ্রের বাইরে তুমুল ক্ষোভ প্রকাশ করছেন ওই সিপিএম প্রার্থী। যদিও বাম প্রার্থীর দাবি, তিনি বিষয়টি গণনাকেন্দ্রের ভিতরে সংশ্লিষ্ট গণনাকর্মীদের জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে তাঁকে।