West Bengal Panchayat Elections 2023: মধ্যরাতে বাড়িতে ঢুকে ‘হামলা’, তৃণমূল ও ফরওয়ার্ড প্রার্থীর মধ্যে সংঘর্ষে তপ্ত দত্তপুকুর

Dipankar Das | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 30, 2023 | 1:51 PM

West Bengal Panchayat Elections 2023: যদিও হামলার গোটা অভিযোগ অস্বীকার করেছেন তোয়েব আলি। তাঁর বক্তব্য, তিনি বৃহস্পতিবার সকালে চায়ের দোকানে বসে গল্প করছিলেন। সেখানে আর পাঁচ জনের সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলেন।

West Bengal Panchayat Elections 2023: মধ্যরাতে বাড়িতে ঢুকে হামলা,  তৃণমূল ও ফরওয়ার্ড প্রার্থীর মধ্যে সংঘর্ষে তপ্ত দত্তপুকুর
তৃণমূল ও ফরওয়ার্ড ব্লকের প্রার্থীর মধ্যে সংঘর্ষ
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত দত্তপুকুর থানার কোটরা গ্রাম পঞ্চায়েতের কালিয়ানই গ্রাম। সকালে স্থানীয় ফরওয়ার্ড ব্লক প্রার্থী তোয়েব আলি ও ৯ নম্বর পার্টের প্রার্থী মাতব্বর গাজির মধ্যে সংঘর্ষ হয়। তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাতব্বর গাজির অভিযোগ, তিনি বাড়িতে ছিলেন। আচমকা তোয়েব আলি ছেলেকে নিয়ে তাঁর বাড়িতে চড়াও হন। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।

যদিও হামলার গোটা অভিযোগ অস্বীকার করেছেন তোয়েব আলি। তাঁর বক্তব্য, তিনি বৃহস্পতিবার সকালে চায়ের দোকানে বসে গল্প করছিলেন। সেখানে আর পাঁচ জনের সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলেন। অভিযোগ, তখনই মাতব্বর গাজির লোকজন সকালবেলা চায়ের দোকানে হামলা করেন। লোকজন নিয়ে তোয়েবকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।

তোয়েব আলির পোলিং এজেন্ট খোদা বক্সের বাড়িতে ভাঙচুর করা হয়, তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। তৃণমূলের দাবি, সংঘর্ষে তাদের দলের বেশ কয়েক জন কর্মী সমর্থক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ছোট জাগুলিয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় দত্তপুকুর থানার পুলিশ। নতুন করে যাতে এলাকায় অশান্তি না হয়, তার জন্য বাহিনী মোতায়েন করা হয়েছে।

জানা গিয়েছে, তোয়েব আলি বেশ কিছু দিন আগে কয়েকজন কর্মী সমর্থক নিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। কিন্তু সেখানে পঞ্চায়েতের টিকিট না পেয়ে ফিরে এসে ফরওয়ার্ড ব্লকের টিকিট নিয়ে লড়াই করছেন। আর সেই কারণের তৃণমূলের প্রার্থীর সঙ্গে তাঁর বচসা বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত এই সংঘর্ষের ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ। গোটা পরিস্থিতির ওপর নজর রেখেছে পুলিশ।

Next Article