Sandeshkhali: ‘যখন ওসব হচ্ছিল, উনি বাড়িতে বসে ভাত খাচ্ছিলেন’, কাঁদতে কাঁদতে বলছেন সন্দেশখালিতে ধৃতের স্ত্রী

Sourav Dutta | Edited By: Soumya Saha

Jan 13, 2024 | 12:01 AM

Sandeshkhali: বসিরহাট জেলা পুলিশের তরফে জানানো হচ্ছে, ভিডিয়ো ফুটেজ দেখে চিহ্নিতদের মধ্যেই ছিলেন এই দু'জন। কিন্তু ধৃত সুকমলের স্ত্রী কল্পনা সর্দার দাবি করছেন, সুকমল ওই ঘটনায় যুক্তই ছিল না। যখন ঘটনাটি ঘটছিল, তখন সুকমল বাড়িতে বসে ভাত খাচ্ছিলেন বলে দাবি সুকমলের স্ত্রীর।

Sandeshkhali: যখন ওসব হচ্ছিল, উনি বাড়িতে বসে ভাত খাচ্ছিলেন, কাঁদতে কাঁদতে বলছেন সন্দেশখালিতে ধৃতের স্ত্রী
কান্নায় ভেঙে পড়লেন সন্দেশখালিতে ধৃতের স্ত্রী
Image Credit source: TV9 Bangla

Follow Us

সন্দেশখালি: সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনার এক সপ্তাহ পর প্রথম গ্রেফতারি। হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। মেহেবুর মোল্লা ও সুকমল সর্দার। বসিরহাট জেলা পুলিশের তরফে জানানো হচ্ছে, ভিডিয়ো ফুটেজ দেখে চিহ্নিতদের মধ্যেই ছিলেন এই দু’জন। কিন্তু ধৃত সুকমলের স্ত্রী কল্পনা সর্দার দাবি করছেন, সুকমল ওই ঘটনায় যুক্তই ছিল না। যখন ঘটনাটি ঘটছিল, তখন সুকমল বাড়িতে বসে ভাত খাচ্ছিলেন বলে দাবি সুকমলের স্ত্রীর।

স্বামীর গ্রেফতারির কথা শুনেই কান্নায় ভেঙে পড়েছেন কল্পনা সর্দার। টিভি নাইন বাংলার ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে জানালেন, সুকমল সর্দার একজনের গাড়ি চালান। সকালে বাড়ি থেকে খাওয়া-দাওয়া করে বেরিয়ে যান। কেন স্বামীকে ধরা হল, তা কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি। গত শুক্রবারও সুকমল সকালে বাড়ি থেকে খাওয়া-দাওয়া করে কাজে বেরিয়েছিলেন বলে দাবি কল্পনা সর্দারের। সংসারের একমাত্র রোজগেরে বলতে সুকমলই। বাড়িতে দুই মেয়ে আছে। স্বামীর গ্রেফতারির পর কীভাবে কী করবেন, বুঝে কূল কিনারা পাচ্ছেন না তিনি।

কিন্তু গতকাল কাজে বেরোনোর পর আর বাড়ি ফেরেননি। কাঁদতে কাঁদতে কল্পনা সর্দার বললেন, স্বামী সকাল আটটা নাগাদ কাজে বেরিয়ে গিয়েছিলেন গতকাল। রাতে আর যোগাযোগ হয়নি। মোবাইল সুইচড অফ ছিল। ভেবেছিলেন হয়ত কাজে আটকে রয়েছেন। কিন্তু এরপর শুক্রবার সংবাদ মাধ্যম থেকে জানতে পারেন স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কল্পনা সর্দার বার বার দাবি করলেন, স্বামী এই ঘটনার সঙ্গে যুক্তই ছিলেন না। বললেন, “যখন সব ঘটনা হচ্ছিল, তখন আমি ভাত রান্না করছিলাম। স্বামী রান্নাঘরে বসে ভাত খাচ্ছিলেন।”

Next Article