গাইঘাটা: ট্রেন ধরার জন্য বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন স্বামী। বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগকেই কাজে লাগান স্ত্রী। নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেন। এরপর তাঁর চিৎকারের প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় তাঁর স্বামীকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন গাইঘাটা থানার পুলিশ ও দলকলের একটি ইঞ্জিন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগুনে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়ে মহিলার।
উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম শ্যামা সর্দার (৪৮)। তিনি পেশায় আইসিডিএস কর্মী। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। যার কারণে প্রচুর ওষুধও নিত্যদিন খেতেন। সেই কারণে মানসিক অবসাদে ভুগছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্যামাদেবীর স্বামী কালীচরণ সর্দার। প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক। নিঃসন্তান দম্পতি বাড়িতে থাকতেন। আজ কালীচরণবাবু ট্রেন ধরার জন্য বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে বাড়িতে একা ছিলেন শ্যামা। তাঁর স্বামীর দাবি, সেই সময় গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। তাঁর চিৎকারের প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় তাঁর স্বামীকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ ও দলকলের একটি ইঞ্জিন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগুনে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্যামার।