Dead Body Recover: দু’সপ্তাহ নিখোঁজ মহিলাকে জঙ্গলে বীভৎস অবস্থায় দেখলেন সকলে
Madhyamgram: তবে বিগত দু'সপ্তাহ ধরে চলে গেলেও কোনও খোঁজ মেলেনি। অবশেষে আজ রিজিয়াভাটা এলাকায় একটি পরিত্যক্ত জঙ্গলে মুন্ডু কাটা পচাগলা মৃতদেহ উদ্ধার হয়।
মধ্যমগ্রাম: বিগত দু’সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। লাগাতার তল্লাশি পরও কোনও খোঁজ মেলেনি তাঁর। এরপর আচমকা শনিবার উদ্ধার হল দেহ। যা দেখে রীতিমত শিহরিত হয়ে উঠছেন প্রত্যক্ষদর্শীরা।
মধ্যমগ্রাম পুরসভার ১ নম্বর ওয়ার্ড রিজিয়াভাটা এলাকার ঘটনা। সেখানে এক মহিলার মুণ্ডু কাটা অবস্থায় উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এ দিন। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ওই ওয়ার্ডে বসবাস করছিলেন বছর ৪৫ এর বাসিন্দা তপতী হালদার। কিন্তু আচমকাই নিখোঁজ হয়ে যান তিনি। সেই ঘটনাই মধ্যমগ্রাম থানায় অভিযোগ জানানো হয়েছিলো।
তবে বিগত দু’সপ্তাহ ধরে চলে গেলেও কোনও খোঁজ মেলেনি। অবশেষে আজ রিজিয়াভাটা এলাকায় একটি পরিত্যক্ত জঙ্গলে মুন্ডু কাটা পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে মধ্যমগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। স্থানীয় কাউন্সিলর নজরুল ইসলামও ঘটনাস্থলে যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। গোটা ঘটনার তদন্তে মধ্যমগ্রাম থানার পুলিশ। মহিলার পরিবারের এক সদস্য বলেন, ‘দীর্ঘ ২১ দিন ধরে নিখোঁজ। ওনার নাম তপতী হালদার। আমরা নিখোঁজ ডায়রি করেছিলাম। পুলিশ সব রকম সহযোগিতা করেছিল। আমরা অনেকদিন ধরেই খুঁজছিলাম ওনাকে। তবে পাইনি খুঁজে। এরপর আজ মুণ্ডু কাটা অবস্থায় উদ্ধার হয় দেহ।’