Gopalpur Trafficking: ভোলাভালা দেখতে ছেলে দু’টোই কি না এই! পুজোর আগে পুলিশ ফাঁস করল রহস্য

Gopalpur: উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ঘটনা। সেখানে পাচারের আগেই উদ্ধার ৭২টি মোবাইল ও নগদ টাকা।

Gopalpur Trafficking: ভোলাভালা দেখতে ছেলে দু'টোই কি না এই! পুজোর আগে পুলিশ ফাঁস করল রহস্য
পুলিশের হাতে উদ্ধার মোবাইল ও টাকা (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 24, 2022 | 12:24 PM

গোপালনগর (উত্তর ২৪ পরগনা): সামমে পুজো। তার আগেই পুলিশের হাতে ফাঁস বড়সড় প্রতারণা চক্র। আন্তর্জাতিক পাচার চক্রের হদিশ করল পুলিশ। প্রায় ৭২টি মোবাইল ও ৫ হাজার ৭১০টাকা সহ দু’জনকে গ্রেফতার হল।

উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ঘটনা। সেখানে পাচারের আগেই উদ্ধার ৭২টি মোবাইল ও নগদ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় গোপালনগর থানা এলাকার ১৬ নং রেলগেট থেকে ইমরান মণ্ডল এবং আনোয়ার হোসেন নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, মোবাইল ব্যবসায়ী ইমরান আনোয়ার হোসেন মারফত চুরি যাওয়া মোবাইল গুলোকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। সেই সময় গোপালনগর থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

আনোয়ার হোসেন বাংলাদেশের যশোরের বাসিন্দা। সে ব্যবসায়িক ভিসা নিয়ে ১০ দিন আগে ভারতে প্রবেশ করেছিল। ঘটনার বিষয়ে বনগাঁ পুলিশ জেলার এসপি জয়িতা বোস বলেন, ‘ওসি গোপালনগর এবং তার দল দুই যুবককে পাকড়াও করে। ওদের কাছ থেকে ৭২টা মোবাইল ও ৫হাজার ৭১০টাকা উদ্ধার হয়েছে। এদের আজকে থানায় নিয়ে আসা হবে। চেষ্টা করা হবে এদের কাছ আরও কিছু উদ্ধার হবে। তবে এদের কাছ থেকে অসামাজিক কিছু কার্যকলাপের নথি মেলেনি।’