হুগলি: পঞ্চম দফার ভোট চলাকালীন বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি গোঘাটের ভাদুর অঞ্চলের পোড়াবাগান এলাকায় ঘটেছে। স্থানীয় বিজেপি কর্মী শুভময় কুণ্ডুর উপর গুলি চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে। ভাগ্যক্রমে কোনও ভাবে তিনি প্রাণে বেঁচে যান। বর্তমানে এখন তিনি আরামবাগ হাসপাতলে চিকিৎসাধীন।
জখম বিজেপি কর্মীর দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই গুলি চালিয়েছে। ঘটনার সময় শুভময় গোঘাটের পোড়াবাগান এলাকায় কর্মীদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন বলে খবর। ঠিক তখনই বেশ কিছু দুষ্কৃতী গুলি চালায় বলে অভিযোগ।
আরামবাগ হাসপাতালে চিকিৎসা চলাকালীন আরামবাগ থানার পুলিশ ও আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক গুলিবিদ্ধ বিজেপি কর্মীর বয়ান রেকর্ড করেন।হাসপাতাল সূত্রে খবর, দুষ্কৃতীদের ছোড়া একটি গুলি শুভময়ের পায়ের আঙুলের গা ঘেঁষে বেরিয়ে যায়। তারপরই কোনও রকমে সেখান থেকে পালিয়ে বাঁচেন বিজেপি কর্মীরা। পরে জখম শুভময়কে উদ্ধার করে প্রথমে কামারপুকুর স্বাস্থ্যকেন্দ্রে ও পরে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পুরো ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন: গয়েশপুরে তৃণমূলের ‘বোমাবাজি’, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে দুই বিজেপি কর্মী
ইতিমধ্যেই জখম বিজেপি কর্মীর বয়ান রেকর্ডের পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের পালটা দাবি, পাশেই বর্ধমান জেলায় নির্বাচন চলছে। সেখানে বোমা বন্দুক পাচার করতে গিয়ে নিজেদের মধ্যে বচসা থেকে এই ঘটনা ঘটতে পারে। গুলি চালোনার ঘটনায় বিজেপির নেতা, কর্মী ও সমর্থকেরা গোঘাট থানা ঘেরাও করে ব্যাপক বিক্ষোভ দেখান।
আরও পড়ুন: রাজুকে বোমা ছোড়ায় ‘অভিযুক্ত’ মদনের শ্বাসকষ্ট! আক্রান্ত ও অসুস্থ কামারহাটির দুই প্রতিদ্বন্দ্বী