Palashipara Election Result 2021 Live: পলাশিপাড়ায় এগিয়ে তৃণমূল

tista roychowdhury | Edited By: সুমন মহাপাত্র

May 02, 2021 | 11:47 PM

পলাশিপাড়ায় (Palashipara Assembly Election Result Live Update) বামদূর্গে ক্ষমতায় আসীন ঘাসফুল। ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। দেখুন এই কেন্দ্রের সব তথ্য একনজরে।

Palashipara Election Result 2021 Live: পলাশিপাড়ায় এগিয়ে তৃণমূল
নিজস্ব চিত্র

Follow Us

নদিয়া: পলাশিপাড়া নদিয়া জেলার একটি বিধানসভা কেন্দ্র। কাস্তে-হাতুড়ির ঘাঁটি বলে পরিচিত এই কেন্দ্রটির ১৯৭৭ সালের আগে কোনও অস্তিত্বই ছিল না। এই বিধানসভার প্রথম সদস্য মাধবেন্দু মোহান্ত। ১৯৫১-১৯৭৬ এই এলাকাটি তেহট্ট বিধানসভা কেন্দ্রের অধীন ছিল। ১৯৭৭-২০০৬ তেহট্ট বিধানসভার বদলে পলাশিপাড়া বিধানসভার ভেতরে তদানীন্তন তেহট্ট ও চাপড়া বিধানসভার কিয়দংশ অন্তর্ভুক্ত হয়। নির্বাচন কমিশনের এলাকা বিভাজনের ফল আবার ২০১১ সালের পর তেহট্ট বিধানসভা নতুন করে গড়ে ওঠে। বর্তমানে দুটি আলাদা বিধানসভা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত আছে। পলাশিপাড়ায় এগিয়ে তৃণমূল।

এক নজরে পলাশিপাড়ার সব আপডেট:

♦সপ্তম রাউন্ডে পলাশীপাড়া বিধানসভায়  তৃণমূল প্রার্থী প্রার্থী ডঃ মানিক ভট্টাচার্য ১৫ হাজার ৫৫৬ ভোটে এগিয়ে।

♦ষষ্ঠ রাউন্ডের শেষে পলাশীপাড়া বিধানসভায়  তৃণমূল প্রার্থী প্রার্থী ডঃ মানিক ভট্টাচার্য ১২ হাজার ৮৪০ ভোটে এগিয়ে

২০১৬ বিধানসভা নির্বাচন

২০১৬-র নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হন তৃণমূল প্রার্থী তাপস কুমার সাহা। প্রায় ৮২ হাজারের বেশি ভোট পেয়ে নির্বাচিত হন তাপস। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম সাদিকে তিনি ৫৫৫৯ ভোটের ব্য়বধানে পরাজিত করেন। ২০১৯ লোকসভা নির্বাচনের পর যদিও পাল্টেছে ছবি। অন্যতম প্রতিপক্ষ হয়ে উঠে এসেছে বিজেপি।

২০২১ বিধানসভা নির্বাচন

এই কেন্দ্রে এ বারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন মানিক ভট্টাচার্য। এই আসনে বিজেপির তরফে দাঁড়াচ্ছেন বিভাষচন্দ্র মণ্ডল। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন সিপিএমের এস এম সাদি।

বিদায়ী বিধায়ক: তাপস কুমার সাহা
প্রাপ্ত ভোট: ৮২১২৭
মোট ভোটার: ২১৮১৮১
ভোট শতাংশ: ৮৬.৭৪
মোট প্রার্থী:

 

Next Article