Durgapur: ভূগর্ভস্থ জলাধারে নামতেই বিপত্তি, মৃত্যু ২ শ্রমিকের

Durgapur: দুর্গাপুরের ২৭ নম্বর ওয়ার্ডের পার্ক এভিনিউ এলাকায় একটি আবাসনের ভূগর্ভস্থ জলাধারের সংস্কারের কাজ চলছিল। ১৫ দিন আগে জলাধারের ঢালাই হয়। এরপরেই মালদহ ও মুর্শিদাবাদের রাজমিস্ত্রি সহ সহকারিরা ঈদ উপলক্ষে বাড়ি ফিরে যান।

Durgapur: ভূগর্ভস্থ জলাধারে নামতেই বিপত্তি, মৃত্যু ২ শ্রমিকের
মৃত্যু দুই শ্রমিকেরImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 31, 2024 | 4:56 PM

দুর্গাপুর: ভূগর্ভস্থ জলাধারে মেরামতির কাজ চলছিল। সেই সময়ই জলাধারে কাজে নেমেছিলেন দুই শ্রমিক। আর নামতেই শুরু শ্বাসকষ্ট। মৃত্যু দুজনের। মৃত রাজমিস্ত্রি ও ও সহকারি রাজমিস্ত্রির নাম বাবলু শেখ (২৭) ও হুমায়ূন শেখ(৫৫)।

দুর্গাপুরের ২৭ নম্বর ওয়ার্ডের পার্ক এভিনিউ এলাকায় একটি আবাসনের ভূগর্ভস্থ জলাধারের সংস্কারের কাজ চলছিল। ১৫ দিন আগে জলাধারের ঢালাই হয়। এরপরেই মালদহ ও মুর্শিদাবাদের রাজমিস্ত্রি সহ সহকারিরা ঈদ উপলক্ষে বাড়ি ফিরে যান। ১৫ দিন পর বাড়ি থেকে ফিরে এসে বুধবার ঢালাইয়ের পাটা খোলার কাজ করতে যান বাবলু। সেই জলাধারে নেমে দমবন্ধ হয়ে আসছিল বাবলুর। চিৎকার করতেই সেখানে ঝাঁপ দেন রাজমিস্ত্রি হুমায়ুন শেখ। তাঁরও প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। সেই সময় উপরে থাকা আরও এক রাজমিস্ত্রির সহকারি চিৎকার করতেই ছুটে আসে স্থানীয় বাসিন্দারা।

তাঁরা খবর দেন দুর্গাপুরের নিউটাউনশিপ থানার পুলিশ এবং দমকল বিভাগে। দমকল বিভাগের কর্মীরা দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। প্রথমে তাদর বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তারপরেই দেহগুলি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে।

জানা গিয়েছে, কোভিড আক্রান্ত হয় আগেই মৃত্যু হয়েছে এই বাড়ির মালিকের। বাড়ির দেখভালের দায়িত্বে থাকা প্রতিবেশী কাঞ্চন লায়েক জানিয়েছেন, “এই বাড়িতে থাকতেন সঞ্জীব চট্টোপাধ্যায় । উনি করোনা পরিস্থিতির সময় মারা যান। ছেলেরাও সৌদি আরবে থাকেন। বর্তমানে এই বাড়ি আমিই দেখাশোনা করি।”