দুর্গাপুর: স্কুলে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। একদিন নয়, দিনের পর দিন একই রকম আচরণ করার অভিযোগ ওঠে। অভিভাবকরা অভিযোগ জানানো সত্ত্বেও কোনও সুরাহা হয়নি! সেই কারণে এবার সোজা স্কুলের গেটের সামনে পৌঁছে গেলেন অভিভাবকরা। শিক্ষকদের স্কুলে ঢুকতে বাধা দেন তাঁরা। মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে স্কুল। হাতে প্ল্যাকার্ড নিয়ে চলে স্লোগান। দুর্গাপুরের নেতাজি নগর উচ্চ বিদ্যালয়ের ঘটনা।
অভিভাবকরা বলছেন, এক-আধ দিন নয়, একটানা তিন মাস ধরে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করছিলেন দুর্গাপুরের বেনাচিতির নেতাজি নগর কলোনি উচ্চ বিদ্যালয়ের ওয়ার্ক এডুকেশনের শিক্ষক। অভিভাবকদের দাবি, স্কুলের দুর্নাম হবে ভেবে প্রথমে সবাই চুপচাপ ছিলেন, কেউ মুখ খোলেননি। অভিযোগ, পুজোর আগে ফের বেশ কয়েকজন ছাত্রীর সঙ্গেও অশালীন আচরণ করেন ওই শিক্ষক।
এরপর অভিভাবকদের একাংশ স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত সিনহার কাছে শ্লীলতাহানির একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জেলা স্কুল পরিদর্শককেও এই অভিযোগ পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এতকিছুর পরও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ। আর মঙ্গলবার সকাল থেকে স্কুলের গেটের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে অভিযুক্ত শিক্ষকের শাস্তি চেয়ে গেট আটকে বিক্ষোভ দেখান অভিভাবকরা। শিক্ষকদের ঢুকতে বাধা দেয় আন্দোলনকারীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশের সামনেই ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারী অভিভাবকরা, প্রশ্ন তোলেন কেন লিখিত অভিযোগ দায়ের করার পরও অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল না? পুলিশ গিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন উঠে যায়, কিন্তু তাঁরা জানিয়ে দেন কোনওভাবেই তাঁরা অভিযুক্ত শিক্ষককে স্কুলে ঢুকতে দেবেন না।
প্রধান শিক্ষক জয়ন্ত সিনহার দাবি, তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন, সেখান থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, তাই তিনি কোনও ব্যবস্থা নিতে পারবেন না। তাঁর দিক থেকে যা করার তিনি করেছেন বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক।