আসানসোল: আইপিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। ইচ্ছা ছিল, সফল হয়ে বড় পুলিশকর্তা হওয়ার। কিন্তু সেই স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। মাত্র একুশ বছর বয়সেই মর্মান্তিক মৃত্যু বছর একুশের এক যুবকের। আবাসনের চারতলার খোলা বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে। জানা যাচ্ছে, ওই যুবক আইপিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তাঁদের আবাসনের নীচে বিভিন্ন নির্মাণ সামগ্রী জড়ো করে রাখা ছিল। বৃহস্পতিবার আচমকা চার তলার খোলা বারান্দা থেকে নীচে পড়ে যান ওই যুবক। রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছিল রানিগঞ্জের ওই যুবকের।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, গতকাল রাতে বন্ধুদের সঙ্গে বাইরে বেড়াতে যাওয়ার কথা ছিল যুবকের। সেই মতো বাড়িতে তৈরি হচ্ছিলেন তিনি। বন্ধুরা বাড়ির নীচে এসে গিয়েছে কি না, অপেক্ষা করছে কি না, তা দেখার জন্য বার বার বারান্দায় আসছিলেন। বারান্দা রেলিং দেওয়া। খোলা বারান্দা। সেখান থেকে ঝুঁকে বার বার দেখছিলেন বন্ধুরা এসে গিয়েছে কি না। সেই সময়ই আচমকা চার তলার ওই বারান্দা নীচে পড়ে যান তিনি। নীচে নির্মাণ কাজের জন্য সামগ্রী মজুত রাখা ছিল। সেই সব সামগ্রীর উপরেই আছড়ে পড়েন তিনি। রক্তাক্ত হয়ে যায় গোটা শরীর।
সঙ্গে সঙ্গে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসা শুরু হয় তাঁর। কিন্তু শেষ পর্যন্ত এ যাত্রায় আর জীবিত ফিরিয়ে আনা সম্ভব হল না রানিগঞ্জের ওই যুবককে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। আর সেই সঙ্গে আইপিএস হওয়ার স্বপ্নটাও স্বপ্নই থেকে গেল।
মাত্র একুশ বছর বয়সে যুবকের এই মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন পুলিশকর্মীরাও। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, রেলিং দেওয়া বারান্দা দিয়ে মুখ বার করে দেখতে গিয়েই অসাবধানতাবশত এই ঘটনা ঘটে গিয়েছে।