আসানসোল : একমাসেরও বেশি সময় হয়ে গিয়েছে তিহাড় জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। ইডি গ্রেফতার করার পর দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল গরু পাচার-কাণ্ডের অন্যতম অভিযুক্ত অনুব্রতকে। কিন্তু আসানসোল আদালতে এখনও চলেছে তাঁর বিরুদ্ধে হওয়া সিবিআই-এর মামলা। বৃহস্পতিবার সেই মামলায় আসানসোলে আদালতে ভার্চুয়ালি পেশ করা হয়েছিল বীরভূমের তৃণমূল সভাপতিকে। সঙ্গে তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকেও আদালতে পেশ করা হয়েছিল। এদিন আদালতে বিচারক অনুব্রতর কাছে জানতে চান তিনি তিহাড় জেলে কেমন আছেন। শরীর যে ভাল নেই সে কথাই জানান অনব্রত। একই সঙ্গে সিবিআই-এর মামলা থেকে অব্যহতি চেয়েছেন তিনি।
এদিন সকালে শুনানির শুরুতেই বিচারক রাজেশ চক্রবর্তী জিজ্ঞেস করলেন, ‘অনুব্রত বাবু কেমন আছেন?’ অনুব্রত জানান, তাঁর শরীর ভাল নেই। অনেক সমস্যা রয়েছে। বিচারক জানতে চান, আসানসোল জেলে ফেরার যে আবেদন করেছিলেন অনুব্রত, সেটার স্ট্যাটাস কী? উত্তরে অনুব্রত বলেন, ‘স্যার এখনও সেটা চলছে। আমাকে আসানসোল জেলে ফেরত চেয়ে নিন।’ বিচারক বলেন, ‘ওটা হাইকোর্টের বিষয়। আমার হাতে নেই।’
বিচারক আবারও প্রশ্ন করেন, ‘এমনি কেমন আছেন?’ অনুব্রতর উত্তর, ‘ঠিক আছে।’ সায়গলের কাছেও বিচারক জানতে চান, সব ঠিক আছে কি না। তিনি উত্তর দেওয়ার আগেই পাশ থেকে অনুব্রত বলে ওঠেন, ‘সিবিআই মামলায় আমায় এবার বেল দিয়ে দিন। ওটা ফলস কেস।’ বিচারক বলেন, ‘আমরা সরকারি লোকজন। কাগজপত্র ডকুমেন্ট সব দেখেই বিচার করতে হয়। আমি কী জানি সেটা বড় কথা নয়।’ বিচারকের প্রশ্ন, ‘তিহার জেলে কেমন আছেন? যদি কোনও অসুবিধা হয় জেল সুপারকে জানাবেন। ওখানে পরিবেশ তো একটু আলাদা। কোনও রকম দ্বিধা সংকোচ করবেন না।’ বিচারক আরও জানান, সিবিআই সমস্ত নথির কপি অনুব্রত মণ্ডলের আইনজীবীর হাতে দিয়ে দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি ১১ মে।
উল্লেখ্য, বুধবারই গরু পাচার মামলায় অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করেছে ইডি। বর্তমানে ইডি-র সদর দফতরেই রয়েছেন তিনি। বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করা হবে।