আসানসোল: কয়েকদিন আগে পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের নারায়ণকুড়ির খোলা মুখ খনিতে বেআইনিভাবে কয়লা তুলতে গিয়ে মৃত্যু হয় সাতজনের। এর মধ্যে তিনজনের ময়না তদন্ত হয়েছে। তাঁরা ক্ষতিপূরণও পেয়েছে। বাকি পাঁচটি পরিবারও যাতে ক্ষতিপূরণ পায় সেই নিয়ে ইসিএলের কুনুস্তরিয়া এরিয়া অফিসের সামনে ধরনায় বসলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। বন্ধ করে দেওয়া হল এরিয়া অফিসের গেট। অভিযোগ, পুলিশ বাধা দেয় বিধায়ককে। তারপরই বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে বিজেপি নেত্রী।
অগ্নিমিত্রার অভিযোগ, এই দুর্ঘটনায় ইসিএল কর্তৃপক্ষ সমানভাবে দায়ী। তাই সকল পরিবারকেই ক্ষতিপূরণ দিতে হবে। আজ অগ্নিমিত্রা পাল ওই পরিবারগুলিকে সঙ্গে নিয়ে অবস্থান বিক্ষোভে বসেন। অভিযোগ, সেই সময় বিজেপি কর্মীরা বলপূর্বক এরিয়া অফিসের দরজা খুলে ভিতরে ঢুকে পড়েন। এবং জিএমকে ঘিরে বিক্ষোভ দেখান। শেষ পর্যন্ত এরিয়া জিএম অনিল সিংকে ডেপুটেশন জমা দেন। হুঁশিয়ারি দিয়ে আসেন ক্ষতিপূরণ না পেলে ওই খনি চালু করতে দেওয়া হবে না। অগ্নিমিত্রা বলেন, “পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। মৃতের পরিবারের একজনকে চাকরি দিতে হবে। সিএসআর ফান্ড থেকে কোথায় কী খরচা হয়েছে তার হিসাব দিতে হবে।”