Asansol: আরজি কর কাণ্ডে প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি, তুলকালামকাণ্ড!

Chandra Shekhar Chatterjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 23, 2024 | 7:34 PM

Asansol: পুলিশের বিরুদ্ধেও চলে স্লোগান। পুলিশ বুঝিয়ে অবরোধ সরাতে গেলে বাধে বচসা। ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তি বাধে বিজেপি কর্মীদের সঙ্গে। রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। আরও বেশি বেশি পুলিশ বাহিনী এসে বিজেপি কর্মীদের হটিয়ে অবরোধ তুলতে সমর্থ হয়।

Asansol: আরজি কর কাণ্ডে প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি, তুলকালামকাণ্ড!
বিজেপির থানা ঘেরাও কর্মসূচিতে তপ্ত পরিস্থিতি
Image Credit source: TV9 Bangla

Follow Us

আসানসোল: বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ঘিরে চরম উত্তেজনা। পুলিশের সঙ্গে চলে ব্যাপক ধস্তাধস্তি। শুক্রবার সন্ধ্যায় উত্তেজনা ছড়ায় আসানসোল দক্ষিণ থানার সামনে। আরজি করে নৃশংস ঘটনার প্রতিবাদে আসানসোলে প্রায় সব থানাতেই চলে বিক্ষোভ কর্মসূচি। তার মধ্যে চরম উত্তেজনা ছড়ায় আসানসোল দক্ষিণ থানার সামনে।

জেলা বিজেপি নেতা কর্মীরা দলীয় পতাকা নিয়ে শুক্রবার বিকালে স্থানীয় বাজার এলাকা থেকে জিটি রোডে মিছিল করে আসানসোল দক্ষিণ থানায় যান। বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে থানার সামনে ছিল বিশাল বাহিনী। বিজেপি নেতা কর্মীরা থানার সামনে জিটি রোড অবরোধ করে টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি তুলে চলে স্লোগান।

পুলিশের বিরুদ্ধেও চলে স্লোগান। পুলিশ বুঝিয়ে অবরোধ সরাতে গেলে বাধে বচসা। ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তি বাধে বিজেপি কর্মীদের সঙ্গে। রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। আরও বেশি বাহিনী পৌঁছয়। বিজেপি কর্মীদের হটিয়ে অবরোধ তুলতে সমর্থ হয়। প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবারই স্বাস্থ্যভবন অভিযান কর্মসূচি ছিল বিজেপি। তা নিয়ে সল্টলেকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article