Asansol: কয়লাখনিতে বিস্ফোরণ, ফাটল পরপর বাড়িতে

Chandra Shekhar Chatterjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 31, 2025 | 7:52 PM

ECL: ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যদের অভিযোগ, নর্থ সিয়ারশোল খোলামুখ খনিতে কয়লা উত্তোলন হচ্ছিল। যার জন্য বিস্ফোরণের জেরে কম্পন অনুভূত হয় বাড়িতে। এমনকী, বাড়িতে ফাটল দেখা দিয়েছে।

Asansol: কয়লাখনিতে বিস্ফোরণ, ফাটল পরপর বাড়িতে
আসানসোলে বাড়িতে ফাটল
Image Credit source: Tv9 Bangla

Follow Us

আসানসোল: ইসিএলের কয়লাখনিতে বিস্ফোরণের জেরে ধসে পড়ল বাড়ির সীমানার পাঁচিল। এমনই অভিযোগ তুললেন ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যরা। জামুরিয়ায় ইসিএলের কুনুস্তরিয়া এরিয়ার নর্থ সিয়ারশোল খোলামুখ খনির ঘটনা।

ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যদের অভিযোগ, নর্থ সিয়ারশোল খোলামুখ খনিতে কয়লা উত্তোলন হচ্ছিল। যার জন্য বিস্ফোরণের জেরে কম্পন অনুভূত হয় বাড়িতে। এমনকী, বাড়িতে ফাটল দেখা দিয়েছে। তবে এবারেরও বিস্ফোরণের জেরে বাড়ির সীমানার পাঁচিল ধসে পড়ে। এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। এই ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন ইসিএলের আধিকারিকরা। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের দাবি, পুনরায় যাতে এই ধরনের না ঘটে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এমনকী, কয়লাখনিতে বিস্ফোরণ বন্ধের দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসী বিশ্বজিৎ দাস বলেন, “ওরা ওইখানে বিস্ফোরণ ঘটাচ্ছে। যার কারণে ঘর-বাড়িতে কম্পন হচ্ছে। এই বিষয়ে বহুবার ইসিএল কর্তৃপক্ষকে লিখিত দিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করছে। তারপর  আবার যে কে সেই একই কাজ করছে। বেশি-বেশি বারুদ ফাটানো হচ্ছে। এই এলাকার প্রায় পঞ্চাশটি ঘরই ক্ষতিগ্রস্ত হয়েছে।”

 

Next Article