Asansol: নোংরা কুড়োনির বেশে চলত রেইকি! আসানসোলে বড় চক্রের পর্দাফাঁস

Chandra Shekhar Chatterjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 26, 2024 | 12:48 PM

Asansol: বেশ কয়েকবার রূপনারায়াণপুর এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটেছে।তারপর থেকেই নড়েচড়ে বসে রূপনারায়াণপুর পুলিশ। অবশেষে এই চোরের দল পুলিশের হাতে ধরা পড়ে। জানা গিয়েছে, তাদের দলে চিনাকুড়ি,রেলপার সহ বিভিন্ন জায়গার শিশুরা রয়েছে।

Asansol: নোংরা কুড়োনির বেশে চলত রেইকি! আসানসোলে বড় চক্রের পর্দাফাঁস
গ্রেফতার ২ চোর
Image Credit source: TV9 Bangla

Follow Us

আসানসোল: তাদের কাজ ছিল শিশুদের ফেরিওয়ালা সাজিয়ে বা আবর্জনা কুড়ানোর ছদ্মবেশে এলাকায় রেইকি চালানো। এরপর সুযোগ বুঝে তালা বন্ধ পাকা বাড়িতে চলতো চুরি। মূলত বাংলা ঝাড়খণ্ড সীমানার শেষ প্রান্তের শহর রূপনারায়ণপুর ছিল টার্গেট। আসানসোল রেলপারের বাসিন্দা দুই চোর বামাল ধরা পড়ল রবিবার। রূপনারায়াণপুর এলাকা থেকে হাতেনাতে ধরা পড়ল দুই চোর। ধৃতদের নাম মহম্মদ কওসর ও মহম্মদ গুলজার। ধৃত দুই যুবক আসানসোলের রেলপার আজাদ বস্তির বাসিন্দা। তাদের কাছে বেশ কিছু বাসনপত্র,তামা,লোহা সহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে পুলিশ।

বেশ কয়েকবার রূপনারায়াণপুর এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটেছে।তারপর থেকেই নড়েচড়ে বসে রূপনারায়াণপুর পুলিশ। অবশেষে এই চোরের দল পুলিশের হাতে ধরা পড়ে। জানা গিয়েছে, তাদের দলে চিনাকুড়ি,রেলপার সহ বিভিন্ন জায়গার শিশুরা রয়েছে। তারা এলাকায় ফেরি বা আবর্জনা কুড়ানোর নামে ফাঁকা বাড়ি,বন্ধ বাড়িগুলিতে রেইকি করায়।

আর রাত হলেই সুযোগ বুঝে সেই বাড়িতে চুরি করে চম্পট দিত চোরের দল। সেই চোরের দলের দুই সদস্য এবার ধরা পড়ল পুলিশের হাতে। রবিবার ধৃতদের আসানসোল আদালতে পাঠানো হয়। তদন্ত সাপেক্ষে ৭দিনের পুলিশি হেফাজতে চাওয়া হলেও ৫ দিনের হেফাজত মিলে।

Next Article