Asansol: নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, প্রতিবাদে পথে আদিবাসী মহিলারা

Chandra Shekhar Chatterjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 16, 2025 | 5:51 PM

Asansol: জানা গিয়েছে, ঘটনার দিন ওই নাবালিকা মাঠে গিয়েছিল ছাগল বাড়ি ফিরিয়ে আনতে। ওই সময় চার মদ্যপ যুবক মাঠে বসেছিল। অভিযোগ, নাবালিকাকে একা পেয়ে ধরতে যায়। দৌড়ে পালিয়ে সে। যুবকেরা তাড়া করে।

Asansol: নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, প্রতিবাদে পথে আদিবাসী মহিলারা
নাবালিকাকে ধর্ষণের অভিযোগ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

আসানসোল: আদিবাসী নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। ঘটনায় নাম জড়িয়েছে চারজনের। প্রথমে দু’জনের নামে অভিযোগ দায়ের হয়েছিল। এরপর এই ঘটনায় ধরা পড়ে একজন। অভিযুক্তদের শাস্তির দাবিতে পথে নামলেন আদিবাসী মহিলারা। আসানসোল উত্তর থানা এলাকার বাইরে চলল অবস্থান বিক্ষোভ।

জানা গিয়েছে, ঘটনার দিন ওই নাবালিকা মাঠে গিয়েছিল ছাগল বাড়ি ফিরিয়ে আনতে। ওই সময় চার মদ্যপ যুবক মাঠে বসেছিল। অভিযোগ, নাবালিকাকে একা পেয়ে ধরতে যায়। দৌড়ে পালিয়ে সে। যুবকেরা তাড়া করে। এরপর তাকে ধরে যৌন হেনস্থা করে বলে অভিযোগ। ঘটনায় স্থানীয় দুজনের নামে প্রথমে অভিযোগ দায়ের হয় আসানসোল উত্তর থানায়। অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করে আসানসোল আদালতে পাঠায় পুলিশ। অন্য অভিযুক্তদের খোঁজে চলে তল্লাশি অভিযান।

এরপর রবিবার দুপুরে ওই এলাকার বাসিন্দারা আদিবাসী মহিলা সমাজ দা-কুড়ুল হাতে বিক্ষোভ নামেন থানার বাইরে। পুলিশের দাবি, এই ঘটনায় আরও একজন গ্রেফতার হয়েছে। প্রতিবাদী এক মহিলা বলেন, “দশ বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছিল। পুলিশ দুদিনে কোনও কাজ করেনি। ওরা বলছে গ্রেফতার করেছে। অথচ আমরা কিছুই জানি না।ওদের ফাঁসি চাই।”

Next Article