Pawan Singh: পবন সিং বিজেপির সাংসদ পদপ্রার্থী, নিজেই জানালেন এক্স হ্যান্ডেলে

Mar 13, 2024 | 6:22 PM

BJP: পবনের নাম ঘোষণা হতেই তুমুল বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে, পবন তাঁর সোশ্যাল হ্যান্ডেলে যে সমস্ত মিউজিক ভিডিয়ো শেয়ার করেন সেগুলি অত্যন্ত আপত্তিকর। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগও আছে বলে শোনা যায়। প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে নানা চর্চা রয়েছে, দ্বিতীয় স্ত্রীও এই তারকার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তোলেন।

Pawan Singh: পবন সিং বিজেপির সাংসদ পদপ্রার্থী, নিজেই জানালেন এক্স হ্যান্ডেলে
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

আসানসোল: ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন আসানসোলের বিজেপি প্রার্থী পবন সিং। জানিয়ে দিলেন, ভোটে লড়তে চান তিনি। এক্স হ্যান্ডেলে বুধবার পবন লেখেন, মাকে দেওয়া কথা রাখতে এবার ভোটে লড়বেন তিনি। প্রসঙ্গত, গত ২ মার্চ লোকসভা ভোটের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। সেখানে আসানসোল কেন্দ্র থেকে পবনের নাম ঘোষণা করা হয়। কিন্তু পবন পরদিনই জানান, ভোটে লড়তে চান না তিনি। তবে আজ জানালেন ভোটে লড়বেন।

পবন সিং এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমি আমার সমাজ, জনতা আর মাকে দেওয়া কথা রাখতে ভোটে লড়ব। সকলের সহযোগিতা চাই। জয় মাতাদি।’ প্রসঙ্গত ভোজপুরী তারকা গায়ক পবন সিং।

পবনের নাম ঘোষণা হতেই তুমুল বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে, পবন তাঁর সোশ্যাল হ্যান্ডেলে যে সমস্ত মিউজিক ভিডিয়ো শেয়ার করেন সেগুলি অত্যন্ত আপত্তিকর। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগও আছে বলে শোনা যায়। প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে নানা চর্চা রয়েছে, দ্বিতীয় স্ত্রীও এই তারকার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তোলেন। এরকম একজন প্রার্থী নিয়ে আসানসোলে বিজেপির অন্দরেই দোলাচলতা ছিল। পবন সরে দাঁড়ানোয় সেসব চাপা পড়ে যায়। তবে বুধবার পবন জানান, তিনি লড়তে চান ভোটে। বিতর্কের ছাই চাপা আগুন আবার জ্বলে উঠবে কি না সময় বলবে।