দুর্গাপুর: ২০২০ সালে পঞ্জাবের লুধিয়ানায় মোটা টাকা নিয়ে এক মহিলাকে খুনের অভিযোগে অভিযুক্ত সে। পুলিশের নজর এড়িয়ে ঘুরতে ঘুরতে দুর্গাপুরে এসে ঘাঁটি গাড়ে সেই সুপারি কিলার। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পুলিশকর্মীরা তাকে গ্রেফতার করল দুর্গাপুরের মেনগেট এলাকা থেকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিন্টু সাহানি নামের এই ব্যক্তি ২০২০ সালে পঞ্জাবের লুধিয়ানা এলাকার এক মহিলাকে মোটা অঙ্কের টাকার সুপারি নিয়ে খুন করে গত দেড় বছর ধরে দুর্গাপুরের সিটি সেন্টারে গা ঢাকা দিয়েছিল। রীতিমতো পরিবার নিয়ে বসবাস করছিল সে। তবে ওই ব্যক্তির গতিবিধির সন্দেহজনক ছিল বলে জানা যায় পুলিশ সূত্রে খবর। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের সন্দেহ হয় এই ব্যক্তি কোনও অপরাধ করে এখানে গা ঢাকা দিয়ে আছে।
এর পরেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই ফাঁস হল খুনের ঘটনা। পুলিশ সূত্রে খবর, মিন্টু নিজেই সে খুনের কথা স্বীকার করেছে। এর পরই বিষয়টি তারা পঞ্জাব পুলিশকে জানায়। আসে পঞ্জাব পুলিশ। এর পর মিন্টু সাহানিকে দুর্গাপুর থানার ওয়ারিয়া থানার পুলিশের হাতে তুলে দেয় গোয়েন্দা বিভাগ।
রবিবার পঞ্জাব পুলিশের একটি দল দুর্গাপুরে এসে মিন্টু সাহানিকে জিজ্ঞাসাবাদ করে। এর পর তাকে গ্রেফতার করে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক ধৃতকে চারদিনের ট্রানজিট রিমান্ডে পাঞ্জাব পুলিশের হাতে তুলে দেয়।
আরও পড়ুন: TET: চাকরি না দিলে পরিযায়ী শ্রমিক হতে হবে! নবান্নে গিয়ে গণ-আত্মহত্যার হুমকি ভাবী শিক্ষকদের
এদিকে পাঞ্জাব পুলিশের কর্মীরা জানিয়েছেন, ওই ব্যক্তি বছর খানেক আগে মোটা অঙ্কের টাকা নিয়ে পাঞ্জাবের এক মহিলাকে খুন করে। তার পর গা ঢাকা দেয়। এতদিন পালিয়ে পালিয়ে ছিল সে।
আরও পড়ুন: Birbhum: বাসের ভিতর সিগারেট হাতে মদ্যপদের দাপাদাপি, নিগৃহীত পুলিশকর্মীকে ফেরাল খোদ থানা
পুলিশ সূত্রে জানা গিয়েছে মিন্টু সাহানি আদতে বিহারের বাসিন্দা। বছর চারেক আগে স্ত্রীকে নিয়ে পঞ্জাবে যায় সে। রংয়ের কাজে যুক্ত থাকলেও অপরাধ জগতে হাতেখড়ি হয়। ২০২০ সালে এক মহিলাকে খুন করে গা ঢাকা দেয়। দুর্গাপুরের নঈম নগর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে সে। অবশেষে গোয়েন্দা বিভাগের তৎপরতায় গ্রেফতার হল ওই অভিযুক্ত।
আরও পড়ুন: Adhir Chaudhury: ‘বানিয়ে গল্প বলতে পারব না, বৈঠক হলে জানাব’, পুরভোটে কি ফের ‘হাতে-কাস্তে’?
আরও পড়ুন: CRPF Death: সহকর্মীর গুলিতে চলে গেল তরতাজা প্রাণ, ‘ছেলে নেই’ ভাবতেই পারছে না পরিবার!
আরও পড়ুন: BJP: ভগবানপুরে দলীয় কর্মী খুনে সিবিআই তদন্তের দাবি, ১০ ঘণ্টা ধর্মঘটের ডাক বিজেপির