দুর্গাপুর: মর্মান্তিক ঘটনা দুর্গাপুরে। মিষ্টির কারখানায় দমবন্ধ হয়ে মৃত্যু হল ২ জনের। অসুস্থ আরও ৬। পাশেই মিষ্টির দোকান। সেই দোকানের কর্মীরা যেখানে ঘুমোন, সেখানেই রবিবার রাতে এই ঘটনা ঘটে। কার্বন মনোক্সাইডের জেরে এই মৃত্যু বলে প্রাথমিক অনুমান। দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জ়োনে উইলিয়াম কেরি মোড়ে এই ঘটনা ঘটে। দুর্গাপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, কারখানার একটি ঘরে মোট ৮ জন মিষ্টির কারিগর ঘুমোচ্ছিলেন। ভোরের দিকে মালিককে একজন ফোন করে জানান, সকলে অসুস্থ হয়ে পড়েছে। এরপর মালিক এসে দরজা ভেঙে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অচৈতন্য অবস্থায় ৮ জনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
স্থানীয় বাসিন্দারা জানান, মিষ্টির দোকানের পাশেই মিষ্টি তৈরির জায়গা। সেখানে সারাদিন কাজ করে কারিগররা রাতে পিছনের একটি ঘরে শুতে যান। সেই ঘরে আবার উনুন রয়েছে। শীতের রাতে সব দরজা বন্ধ। এতজন এক ঘরে শুয়ে। তার উপর আবার উনুন না নিভিয়েই একটি ঢাকনা চাপা দিয়ে কারিগররা ঘুমিয়ে পড়েন বলে খবর।
মিষ্টির দোকানের মালিক সুকুমার মণ্ডল বলেন, “মিষ্টি তৈরি করে রাতে শুতে আসে এই ঘরে। ভোরে আমার কাছে ফোন যায়। আমি এসে দেখি দরজা বন্ধ, কেউ খুলছে না। এরপর দরজা ভেঙে দেখি সব অজ্ঞান। কোনওমতে ধরে বের করে আনা হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২ জন মারা গিয়েছেন।”
দুর্গাপুর নগরনিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, “মর্মান্তিক ঘটনা। এখানে সারাদিন ধরেই কয়লার আগুন জ্বলে। কার্বন মনোক্সাইড ছড়িয়ে যায়। তাতেই এখানে যারা থাকে সেই ছেলেগুলো অসুস্থ হয়ে পড়ে।”