AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durgapur: গ্যাস উত্তোলক সংস্থার বর্জ্য মিশ্রিত জলে পড়ে মৃত ২ শ্রমিক

Durgapur: মঙ্গলবার সকালে অন্যান্য দিনের মতোই বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার দুর্গাপুর ফরিদপুর থানার পারুলিয়ার ২৪২ নম্বর পিটে কাজে যোগ দেয় ওই যুবকরা। আচমকা গ্যাস উত্তোলকের পর বর্জ্য মিশ্রিত জমা জলে পড়ে যান পাঁচ ঠিকা শ্রমিক।

Durgapur: গ্যাস উত্তোলক সংস্থার বর্জ্য মিশ্রিত জলে পড়ে মৃত ২ শ্রমিক
ঘটনাস্থলে উচ্চপদস্থ কর্তারাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 28, 2025 | 4:10 PM
Share

দুর্গাপুর: বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার বর্জ্য মিশ্রিত জলে পড়ে জোড়া মৃত্যু। অসুস্থ আরও তিন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন। নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে সরব এলাকার বাসিন্দারা । মৃত দুই যুবকের নাম আকাশ বাদ্যকর (২৫) কাঁকসার জামবনের বাসিন্দা ও অরূপ চৌধুরী (২৬) মালদহের বাসিন্দা। আশঙ্কাজনক আরও তিন যুবককে প্রথমে দুর্গাপুরের শোভাপুর সংলগ্ন বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দুর্গাপুরের বিধাননগরের বেসরকারি মাল্টি সুপার স্পেশ্য়ালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে অন্যান্য দিনের মতোই বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার দুর্গাপুর ফরিদপুর থানার পারুলিয়ার ২৪২ নম্বর পিটে কাজে যোগ দেয় ওই যুবকরা। আচমকা গ্যাস উত্তোলকের পর বর্জ্য মিশ্রিত জমা জলে পড়ে যান পাঁচ ঠিকা শ্রমিক। সহকর্মীরা দেখতে পেয়ে তড়িঘড়ি তাঁদের উদ্ধার করেন। তারপরেই তাঁদের স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শোভাপুর সংলগ্ন বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে আকাশ বাদ্যকর ও অরূপ চৌধুরীকে বিধাননগরের বেসরকারি মাল্টি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

আরও তিন জন বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জামবনের বাসিন্দা উত্তম সিংহের অভিযোগ গ্যাস উত্তোলক সংস্থার গাফিলতির জেরেই প্রাণ গেল দুই শ্রমিকের। কর্তৃপক্ষের শাস্তির দাবি করেন তিনি । এর আগেও একাধিকবার সমস্যার মুখে পড়তে হয়েছে শ্রমিকদের। ফের মৃত্যুর মুখে পড়তে হল এলাকার বাসিন্দা আকাশকে ও মালদহের অরূপকে। কী কারণে এই ঘটনা ঘটলো সংস্থার আধিকারিকদের জবাব দিতে হবে । গ্যাস উত্তোলক সংস্থার ম্যানেজার গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন।