Durgapur: আধ ঘণ্টার মধ্যেই অপারেশন, এএসআই-এর বাড়িতেই দুঃসাহসিক ঘটনা

Jayanta Biswas | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 06, 2024 | 9:39 PM

Durgapur: জানা গিয়েছে, সিটি সেন্টার হাউসিংয়ে ডি-সিক্স আবাসনে ছেলে ও মেয়েকে নিয়ে থাকেন পুরুলিয়ার এএসআই সঞ্জয় আকুলির স্ত্রী স্বাতী আকুলি। স্বাতী আকুলির জানিয়েছেন, বেলা সাড়ে ১১ টার সময় ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন।

Durgapur: আধ ঘণ্টার মধ্যেই অপারেশন, এএসআই-এর বাড়িতেই দুঃসাহসিক ঘটনা
এএসআই-এর বাড়িতেই চুরি!
Image Credit source: TV9 Bangla

Follow Us

দুর্গাপুর:  দিনের আলোতেই এএসআইয়ের বাড়িতে ঢুকে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। চুরি গেল অলঙ্কার-সহ নগদ টাকা। এই ঘটনা জানাজানি হতেই চোখ কপালে এলাকাবাসীর। শুক্রবার এমনই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে দুর্গাপুর থানার সিটি সেন্টার হাউসিংয়ে ডি-সিক্স আবাসনে। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।

জানা গিয়েছে, সিটি সেন্টার হাউসিংয়ে ডি-সিক্স আবাসনে ছেলে ও মেয়েকে নিয়ে থাকেন পুরুলিয়ার এএসআই সঞ্জয় আকুলির স্ত্রী স্বাতী আকুলি। স্বাতী আকুলির জানিয়েছেন, বেলা সাড়ে ১১ টার সময় ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন। বেলা বারোটার সময় বাড়ি ফিরে এসে দেখেন দরজার তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন আলমারিও খোলা। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে জিনিসপত্র। নগদ পনের হাজার টাকা এবং কিছু সোনা ও রূপোর অলংকার চুরি গিয়েছে। দিনে দুপুরে পুলিশের বাড়িতে এই চুরিকে ঘিরে শহরের নিরাপত্তা নিয়ে আবারও উঠল বড়সড় প্রশ্ন।

Next Article