দুর্গাপুর: চিকিৎসকের গাফিলতিতে এক শিশুর মৃত্যুর অভিযোগে ধুন্ধুমার দুর্গাপুরের অণ্ডালে। অভিযুক্ত চিকিৎসকের চেম্বার চত্বরে ভাঙচুর, ইট ছোড়েন রোগীর পরিবারের সদস্যরা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত বেশ কয়েকজন পুলিশ কর্মী।
জানা গিয়েছে, শিশুর বমি পায়খানা হচ্ছিল। পরিবারের লোকজন চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিলেন পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের উখড়া হাটতলা এলাকায় চিকিৎসকের চেম্বারে। পাণ্ডবেশ্বরের জোয়াভাঙা এলাকার বাসিন্দা চিকিৎসক রাজেশ মাজি। সেখানেই তাঁর চেম্বার।
অভিযোগ, পরপর চারটি ইনজেকশন দেওয়া হয় শিশুকে। কিছুক্ষণ পরেই শিশুটি নিস্তেজ হয়ে পড়ে। আর তারপরই মৃত্যু। চিকিৎসকের গাফিলতিতেই শিশুটির মৃত্যু হয়েছে অভিযোগ মৃতের পরিবারের।
এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা চিকিৎসকের চেম্বারে ভাঙচুর চালান বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। অন্ডাল থানার ওসি-সহ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় যান পুলিশ সুপার। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।