Durgapur: সিপিএমের পোলিং এজেন্টের মেয়ের দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ

Jayanta Biswas | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 05, 2024 | 6:23 PM

Durgapur: সিপিএমের এজেন্ট বলেন, "লোন করে চারটি সেলাই মেশিন কিনেছিলাম মেয়ে। পাড়ার বেশ কয়েকটা মেয়েও মেয়ের দোকানে কাজ করে সংসার চালাত। ফিরোজা কোন দলই করত না। তারপরেও এইভাবে মেয়ের দোকান জ্বালিয়ে সর্বনাশ করে দিল।"

Durgapur: সিপিএমের পোলিং এজেন্টের মেয়ের দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ
এলাকায় উত্তেজনা
Image Credit source: TV9 Bangla

Follow Us

দুর্গাপুর : বেকার মহিলাদের নিয়ে সেলাইয়ের দোকান খুলে দিশা দেখিয়েছিছেন দুর্গাপুরের দুই নম্বর ওয়ার্ডের মহুয়াবাগান এলাকার ফিরোজা খাতুন। ভোট পরবর্তী হিংসায় জ্বলে গেল সেই দোকানই। লোকসভা নির্বাচনের মহুয়াবাগান এলাকার সিপিআইএমের পোলিং এজেন্ট ছিলেন ফিরোজা খাতুনের বাবা মহম্মদ আলি সেখ। অভিযোগ, সেই অপরাধেই ফিরোজা খাতুনের সেলাইয়ের দোকান জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মহম্মদ আলি শেখের অভিযোগ লোকসভা নির্বাচনের আগে থেকেই নানা ভাষায় হুমকি দিত তৃণমূলের লোকেরা। নির্বাচনের ফলাফল ঘোষণার রাতেই জ্বালিয়ে দেওয়া হল মেয়ের দোকান।

সিপিএমের এজেন্ট বলেন, “লোন করে চারটি সেলাই মেশিন কিনেছিলাম মেয়ে। পাড়ার বেশ কয়েকটা মেয়েও মেয়ের দোকানে কাজ করে সংসার চালাত। ফিরোজা কোন দলই করত না। তারপরেও এইভাবে মেয়ের দোকান জ্বালিয়ে সর্বনাশ করে দিল।”

ফিরোজা খাতুনের দাবি, তিনি কোন রাজনৈতিক দলই করতেন না। লোন করে চারটি সেলাই মেশিন কিনেছিলেন। এই দোকান থেকে যেটুকু রোজগার হতো তাতেই কোনওরকমে সংসার চলত। দোকানে কয়েকজন কাজও করতেন।

এ বিষয়ে জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “তৃণমূল এই ধরনের কাজ করতেই পারে না। এই কাজ বিজেপির। আমাদের প্রতিনিধি দল এলাকায় এলাকায় পৌঁছে যাবে। যারাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার কথাও পুলিশকে বলা হবে।”

Next Article