Durgapur: দুর্গাপুরে একটা বড় ঘটনা ঘটাত ওরা, তবে…

Jayanta Biswas | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 09, 2025 | 3:06 PM

Durgapur: পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ডাকাত দলটি বুধবার রাতে ট্রেনে করে দুর্গাপুর স্টেশনে আসে। তারপরে সেখান থেকে ডাকাতির উদ্দেশ্যে দুর্গাপুর স্টেশন বাজারে যায়। সেখানে ওই দুষ্কৃতী দলের সাথে সাক্ষাৎ করার কথা ছিল আরও এক দুষ্কৃতীর।

Durgapur: দুর্গাপুরে একটা বড় ঘটনা ঘটাত ওরা, তবে...
বড় তথ্য ফাঁস করল পুলিশ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

দুর্গাপুর: রাত্রিবেলা ছক কষেছিল। সেই মতোই জমায়েত হয়েছিল ওরা। তবে আগে থেকেই জানত পুলিশ। উপস্থিত হল ঘটনাস্থলে। ভেস্তে দিল পরিকল্পনা। কী ঘটেছে?

গভীর রাতে ডাকাতির উদ্দেশ্যে দুর্গাপুরের স্টেশন সংলগ্ন বাজারে জড়ো হয়েছিল সশস্ত্র ডাকার দল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোকওভেন থানার পুলিশ। তবে পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে ডাকাত দল। তাদের পাকড়াও করতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। পরে কোকওভেন থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে পাঁচ জনকে গ্রেফতার করে। ধৃত পাঁচ দুষ্কৃতীর মধ্যে চারজনের বাড়ি বিহারের জামুই জেলার ঝাঁঝা থানা এলাকায়। আর একজনের বাড়ি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। ধৃত দুষ্কৃতীদের নাম রণজিৎ রবিদাস, সন্তোষ দাস, ভিকি শা, বিজয় শা ঝাঁঝার বাসিন্দা ও উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দীপক দাস। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার পিস্তল, একটি নাইন এমএম পিস্তল ও দশ রাউন্ড কার্তুজ। বৃহস্পতিবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ডাকাত দলটি বুধবার রাতে ট্রেনে করে দুর্গাপুর স্টেশনে আসে। তারপরে সেখান থেকে ডাকাতির উদ্দেশ্যে দুর্গাপুর স্টেশন বাজারে যায়। সেখানে ওই দুষ্কৃতী দলের সাথে সাক্ষাৎ করার কথা ছিল আরও এক দুষ্কৃতীর। তবে সে না আসায় তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গোপন সূত্রে খবর পেয়ে কোকওভেন থানার পুলিশের একটি দল সেখানে পৌঁছয়। তাদের পাকড়াও করতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। তদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে কোকওভেন থানার পুলিশ।

Next Article