RG Kar Protest: ব্যতিক্রমী ছবি আসানসোলে, কর্মবিরতিতে জুনিয়ররা, সিনিয়ররা সামলাচ্ছেন রোগীদের

Chandra Shekhar Chatterjee | Edited By: জয়দীপ দাস

Aug 14, 2024 | 2:22 PM

RG Kar Protest: একদিকে যখন প্রতিবাদ চলছে তখন অন্যদিকে সচল রয়েছে চিকিৎসা পরিষেবা। চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রেখেই আন্দোলনে সামিল হয়েছেন জুনিয়র ডাক্তারেরা। সিনিয়র ডাক্তারেরা সামালেন ওপিডি অর্থাৎ আউটডোর পরিষেবা।

RG Kar Protest: ব্যতিক্রমী ছবি আসানসোলে, কর্মবিরতিতে জুনিয়ররা, সিনিয়ররা সামলাচ্ছেন রোগীদের
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

আসানসোল: প্রতিবাদ চলছেই। রাজ্যজুড়ে ধাক্কা খাচ্ছে চিকিৎসা পরিষেবা। উদ্বেগ বাড়ছে রোগীদের মধ্যে। তাঁরা বলছেন প্রতিবাদ হোক, কিন্তু দ্রুত স্বাভাবিক হোক চিকিৎসা পরিষেবা। এদিনও বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের আউটডোরে কাজে যোগ দেননি অধিকাংশ সিনিয়ার চিকিৎসকেরা। তবে ধরনা মঞ্চে বসে রোগী দেখতে দেখা গেল অনেক ডাক্তারকে। রক্তদান শিবিরেরও ডাক দেওয়া হয়েছে। কর্মবিরতি চলছে  আসানসোল জেলা হাসপাতালেও। তবে সেখানেও দেখা গেল ব্যতিক্রমী ছবি। 

একদিকে যখন প্রতিবাদ চলছে তখন অন্যদিকে সচল রয়েছে চিকিৎসা পরিষেবা। চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রেখেই আন্দোলনে সামিল হয়েছেন জুনিয়র ডাক্তারেরা। সিনিয়র ডাক্তারেরা সামালেন ওপিডি অর্থাৎ আউটডোর পরিষেবা। তাতেই খুশি রোগী থেকে রোগীর পরিজনেরা।

আসানসোল জেলা হাসপাতালে রয়েছে প্রায় ১০ থেকে ১২টি বিভাগ। প্রতিদিন আউটডোরে প্রায় ১২০০ রোগী আসেন নানা জায়গা থেকে। জেলার বাইরে থেকেও আসেন অনেকে। বাঁকুড়া, পুরুলিয়া এমনকি ঝাড়খন্ড সীমানা এলাকার রোগীরাও আসেন এই হাসপাতালে। তাই আরজি করের আবহে চিকিৎসকেরা আন্দোলনে সামিল হতেই তার ছাপ পড়েছিল পরিষেবার ক্ষেত্রেও। কিন্তু, এদিনের ছবি দেখে খুশি সকলেই। রোগীদের মধ্যে অনেকেই শুনেছিলেন কর্মবিরতি চলছে। কিন্তু তারপরেও নিরুপায় হয়ে এসেছিলেন। কিন্তু, তাঁদের যে খালি হাতে ফিরতে হল না তাতেই খুশি সকলে। তবে ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন রোগী থেকে রোগীর পরিজনেরা। 

Next Article