আসানসোল: গ্রামের লোকজন তো তাজ্জব। সকাল থেকে গ্রামের চারদিক ধোঁয়ায় ধোঁয়া। কুণ্ডলী পাকিয়ে কালো ধোঁয়া উঠছে উপরের দিকে। মাটির নিচ থেকে বেরোচ্ছে তা। এরপরই খোঁজ খবর করে বোঝা গেল জামুরিয়ায় ধস নেমেছে। আর ধস কবলিত স্থান থেকে বের হচ্ছে গলগল করে কালো ধোঁয়া। শনিবার জামুরিয়ায় ইসিএলের কেন্দা এরিয়ার কেন্দা ৩ নম্বর ধাওড়াপাড়া সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। যা ঘিরে আতঙ্ক ছড়ায়।
সকালে ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখে তো প্রথমে ভয়ই পেয়ে যান গ্রামবাসী। পরে বোঝেন চেনা ধসের জন্যই এমন ঘটনা। যেখানে ধস নেমেছে, সেখান থেকে মোটামুটি ৩০ মিটারের মধ্যে জনবসতি এলাকা। ফলে কালো ধোঁয়া গ্রামের আকাশ ঢাকতে খুব বেশি সময় নেয়নি।
যদিও খবর পেয়েই এলাকায় ছোটেন ইসিএলের সুরক্ষা কর্মীরা। স্থানীয়দের দাবি, আগেও এই এলাকায় একইভাবে তিন থেকে চারবার ধস হয়েছিল। ইসিএল ও প্রশাসনের তরফে এলাকার বাসিন্দাদের স্থানীয় বিদ্যালয় এবং সরকারি আবাসনে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থাও করা হয়। তবে স্থায়ী কোনও ব্যবস্থা হয়নি। ফলে বিপদের ঝুঁকি নিয়েই ফিরতে হয়েছে গ্রামে।
অভিযোগ, ইসিএল কয়লা উত্তোলন করার পর ওই অংশে ভরাট না করায় বারবার এমনটা ঘটছে। বারবার পুনর্বাসনের দাবি উঠলেও সুরাহা হয়নি। তবে ইসিএল কর্তৃপক্ষের দাবি, ধস কবলিত এলাকা ভরাটের ব্যবস্থা করা হবে।