Subodh Singh: ‘দেখে নেব’, কোর্টচত্বরে সিআইডিকে ‘চমকানি’ গ্যাংস্টার সুবোধের

Chandra Shekhar Chatterjee | Edited By: সায়নী জোয়ারদার

Jul 01, 2024 | 5:33 PM

Subodh Singh: ২০২২ সালে রানিগঞ্জে একটি ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ও অপহরণের চেষ্টার অভিযোগ ওঠে। তারই তদন্তে উঠে আসে 'ত্রাস' সুবোধ সিংয়ের নাম। গ্রেফতার হওয়ার পর বিহারের বেউর জেলে বিচারাধীন বন্দি তিনি। সিআইডি তাঁকে হেফাজতে চায়।

Subodh Singh: দেখে নেব, কোর্টচত্বরে সিআইডিকে চমকানি গ্যাংস্টার সুবোধের
সুবোধ সিং
Image Credit source: TV9 Bangla

Follow Us

আসানসোল: সিআইডির তদন্তকারী অফিসারকে হুমকির অভিযোগ উঠল ‘কুখ্যাত’ সুবোধ সিংয়ের বিরুদ্ধে। অভিযোগ, সোমবার আদালত থেকে সুবোধকে জেলে পাঠানো হয়। জেল চত্বরেই সিআইডি তদন্তকারী এক অফিসারের সঙ্গে তার কথা কাটাকাটি হয় বলে অভিযোগ। অভিযোগ, ‘গ্যাংস্টার’ সুবোধ হুঁশিয়ারি দেন, ‘কেন এসব করছেন? এই সব করছেন, সাবধানে থাকুন।’ দেখে নেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ।

২০২২ সালে রানিগঞ্জে একটি ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ও অপহরণের চেষ্টার অভিযোগ ওঠে। তারই তদন্তে উঠে আসে ‘ত্রাস’ সুবোধ সিংয়ের নাম। গ্রেফতার হওয়ার পর বিহারের বেউর জেলে বিচারাধীন বন্দি তিনি। সিআইডি তাঁকে হেফাজতে চায়।

গত দু’দিন ধরে আসানসোলেই আছেন সুবোধ। তাঁর দাবি, মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে। আসানসোল আদালত থেকে বেরোনোর পথে তাঁকে বলতে শোনা যায়, ‘বাংলার পুলিশ অপদার্থ। ওরা অপরাধ নিয়ন্ত্রণই করতে পারে না।’ সুবোধ দাবি করেন, ৬ বছর ধরে তিনি জেলে। অথচ তাঁর ঘাড়ে দায় ঠেলা হচ্ছে। আসানসোল দক্ষিণ থানায় সিআইডির তরফ থেকে সুবোধের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

Next Article