দুর্গাপুর: সম্পর্কের জটিলতায় বাড়ছে অপরাধের প্রবণতাও। এবার স্ত্রীকে ধারাল অস্ত্রের কোপ মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযোগ, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে যান। এরপরই এই ঘটনা। গুরুতর আহত অবস্থায় কাঁকসার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ওই মহিলা। বৃহস্পতিবার রাতে কাঁকসা থানায় এসে আত্মসমর্পণও করেন স্বামী। শুক্রবার ধৃতকে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে।
পুলিশ সূত্রে খবর, ধৃত ওই ব্যক্তি জানিয়েছেন, গত বুধবার সন্ধ্যায় তিনি বাড়িতে এসে দেখেন স্ত্রী অন্য একজন যুবকের সঙ্গে গল্প করছেন। তিনি আবার বন্ধু ওই যুবকের। অভিযোগ, স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখেছিলেন স্বামী। তাতেই মাথায় রক্ত চেপে যায়। বন্ধুর দিকে ধেয়ে গেলে পালিয়ে যান।
অভিযোগ, এরপরই রাগের বসে ধারাল অস্ত্র নিয়ে স্ত্রীর উপর চড়াও হন স্বামী। স্ত্রীর গলায় ও শরীরের বিভিন্ন জায়গায় ধারাল অস্ত্রের কোপ বসিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান। বাড়ির সদস্যরা রক্তাক্ত অবস্থায় আক্রান্তকে উদ্ধার করে কাঁকসার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। আশঙ্কাজনক অবস্থায় সেখানে চিকিৎসাধীন তিনি। একদিন খোঁজ ছিল না অভিযুক্ত স্বামীর। বৃহস্পতিবার গভীর রাতে কাঁকসা থানায় এসে নিজেই স্ত্রীকে খুনের চেষ্টার কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন অভিযুক্ত।