আসানসোল: গাছে আগুন লাগিয়ে নষ্ট করা হচ্ছে একের পর এক জঙ্গল। কেটে নেওয়া হচ্ছে একের পর এক গুঁড়ি। গাছ চুরির চক্র এইভাবেই সক্রিয় হয়ে উঠছে বলে মানছেন আসানসোলের কুলটির লোকজন। তবে কুলটি থানার বরাকর সাঁকতোড়িয়া রোডের পাশের জঙ্গলে কে বা কারা আগুন লাগিয়ে দিচ্ছে তা এখনও জানা যায়নি।
এক শ্রেণির কাঠ মাফিয়ারা এই কাজ করছে। এমনটাই অভিযোগ তুললেন বিজেপির যুব মোর্চার জেলা নেতা সৈকত চট্টোপাধ্যায়। তিনি বলেন, “এই বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। তবে কোনও সুরাহা হয়নি।কুলটির ডিসেরগড় ও বরাকর রোডে প্রকাশ্য দিবালোকে গাছ কাটা হচ্ছে এভাবেই।” এই বিষয়ে পুলিশ প্রশাসনকে অভিযোগ জানানো হয়েছে বিজেপির তরফ থেকে।
অন্যদিকে এই নিয়ে সরব হয়েছেন আসানসোল পৌরনিগমের ১০৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকনাথ ধীবরও। কাউন্সিলর তারকনাথ ধীবর বলেন, “ডিসেরগড় বরাকর রাস্তার পাশে দেখা গেল প্রচুর গাছ কেটে নেওয়া হচ্ছে। বনদফতরের অনুমতি ছাড়াই এই গাছ কাটা হচ্ছে।” এই বিষয়টি বনদফতরকে অভিযোগ জানিয়েছেন বলে জানান তিনি।