Kali Puja 2024: ৩০ ফুটের কালী প্রতিমা আচমকাই হুড়মুড়িয়ে পড়ল ভেঙে, হাউহাউ করে কান্না উদ্যোক্তাদের

Chandra Shekhar Chatterjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 31, 2024 | 12:14 PM

Kali Puja 2024: আসানসোলের গোপালনগর ক্রিকেট ক্লাবের উদ্যোগে কয়েক বছর ধরে তিরিশ ফুটের কালী প্রতিমা তৈরি করা হয়। পাশাপাশি খেলার ওই মাঠে মেলার আয়োজনও করা হয়। সাত দিনব্যাপী এই গোপালনগরে জমজমাট হয়ে থাকে।

Kali Puja 2024: ৩০ ফুটের কালী প্রতিমা আচমকাই হুড়মুড়িয়ে পড়ল ভেঙে, হাউহাউ করে কান্না উদ্যোক্তাদের
পুজোর একদিন আগে ভেঙে পড়ল এই কালী প্রতিমা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

আসানসোল: দর্শকদের মধ্যে আকর্ষণ তৈরি করতে তিরিশ ফুটের কালী প্রতিমা বানিয়েছিলেন। পুজোর একদিন হুড়মুড়িয়ে পড়ে গেল সেই প্রতিমা। কষ্টের ফল এভাবে বৃথা চলে যাবে তা ভাবতেও পারেননি কারিগর থেকে পুজো উদ্যোক্তরা। কার্যত কান্নাকাটি করেন তাঁরা।

আসানসোলের গোপালনগর ক্রিকেট ক্লাবের উদ্যোগে কয়েক বছর ধরে তিরিশ ফুটের কালী প্রতিমা তৈরি করা হয়। পাশাপাশি খেলার ওই মাঠে মেলার আয়োজনও করা হয়। সাত দিনব্যাপী এই গোপালনগরে জমজমাট হয়ে থাকে। বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান হয়। আসানসোল ছাড়াও বহু মানুষ কালীপুজোর সময় আসেন এই পুজো মণ্ডপে। কিন্তু পুজোর ঠিক একদিন আগে এইভাবে কালী প্রতিমাটি পড়ে যাওয়ায় রীতিমত হতাশ ক্লাবের সদস্যরা। তাঁদের বক্তব্য, এই বছর অন্তত আর তিরিশ ফুটের এই কালী প্রতিমা দেখার সুযোগ হবে না। কিন্তু মেলা ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অন্য বড় প্রতিমা নিয়ে এসে পুজো করা হবে। সবাই যেন তাঁদের পাশে থাকে সে আবেদন করেন।

পুজো উদ্যোক্তা বলেন, “কী বলব আর। খুবই কষ্ট হচ্ছে। সকাল পর্যন্ত ঠিক ছিল। যিনি বানাচ্ছিলেন হয়ত তার মধ্যে কিছু গলদ ছিল। তাই ভেঙে গেল হয়ত।”

 

 

Next Article