আসানসোল: একটুখানির অসাবধনতা আর এক মুহূর্তে তা বদলে গেল কান্নায়। পিকনিক করতে গিয়ে তলিয়ে গেল তিন পড়ুয়া। উদ্ধার দু’জনের দেহ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মাইথন ড্যামে। জানা যাচ্ছে, বুধবার বিকেলে ছ’জন পড়ুয়া এসেছিলেন মাইথন ড্যামের সংলগ্ন বরাকর নদের তিনডাবর এলাকা। ওই পড়ুয়ারা ধানবাদ থেকে এসেছিলেন পিকনিক করতে। বেশ আনন্দেই পিকনিক করছিলেন তাঁরা। এই তিনডাবর এলাকায় নদীতে বড়-বড় পাথর আর গভীর জল রয়েছে। কোনও ভাবে সেখানেই ডুবে যায় তাঁরা।
বৃহস্পতিবার সকালে দু’জনের দেহ উদ্ধার হয়েছে। মৃতদের নাম তাইয়াব জায়েদ হোসেন এবং যুবরাজ সিং। আরও একজনের খোঁজে মাইথন প্রশাসন ও স্থানীয়রা তল্লাশি চাল্লাচ্ছেন। দুজনে দেহ উদ্ধার হয়েছে। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা খবর পেতেই তৎপর হয়ে গিয়েছিলাম। পুলিশ প্রশাসনকে খবর দিই। ছেলেদের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েছেন সকলে। এই জায়গায় মুলত কেউ আসে না। কারণ জল খুব গভীর। প্রায় ২০ থেকে ৩০ ফুট গভীর। ওরা হয়ত জানত না তাই চলে এসেছিল। তারপর এমন ঘটনা।”