Asansol: দোকান থেকে নামী কোম্পানির নুন কিনে নিয়ে যাচ্ছেন? আসল না নকল জানেন তো?

Chandra Shekhar Chatterjee | Edited By: Soumya Saha

May 05, 2023 | 11:54 PM

Asansol: দোকানে রমরমিয়ে বিক্রি হচ্ছে লবণ। নামী কোম্পানির লবণ। কিন্তু কোম্পানির নামের যে লেবেল সাঁটানো রয়েছে, সেটাই নকল। আর সেই নকল লেবেল সাঁটানো নুনের প্যাকেট বিক্রি হচ্ছিল দোকানে। কোম্পানির মার্কেটিং বিভাগের লোকেরা বিষয়টি যখন জানতে পারেন, তখন অভিযোগ জানান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে।

Asansol: দোকান থেকে নামী কোম্পানির নুন কিনে নিয়ে যাচ্ছেন? আসল না নকল জানেন তো?
আসানসোলে নকল নুন

Follow Us

আসানসোল: আপনি যে নুন কিনছেন দোকান থেকে, জানেন কি সেই নুন আসল না নকল? দোকান থেকে নামী কোম্পানির লবণ কিনে আনছেন বাড়িতে? তারপর যদি হঠাৎ করে জানতে পারেন, সেই নুন নকল? এমনই এক ঘটনা ঘটল পশ্চিম বর্ধমানের জামুরিয়ায় (Jamuria)। দোকানে রমরমিয়ে বিক্রি হচ্ছে লবণ। নামী কোম্পানির লবণ। কিন্তু কোম্পানির নামের যে লেবেল সাঁটানো রয়েছে, সেটাই নকল। আর সেই নকল লেবেল সাঁটানো নুনের প্যাকেট বিক্রি হচ্ছিল দোকানে। কোম্পানির মার্কেটিং বিভাগের লোকেরা বিষয়টি যখন জানতে পারেন, তখন অভিযোগ জানান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট বিভাগের অফিসাররা জামুরিয়ায় এক দোকানে অভিযান চালান। আর সেই অভিযানেই উদ্ধার হয় প্রায় ৬ হাজার কেজি নকল লবণ। ইতিমধ্যেই ওই দোকানের মালিককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম চন্দন কুমার আগরওয়াল।

শুক্রবার জামুরিয়া বাজার এলাকায় অতর্কিতে অভিযান চালান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট বিভাগের অফিসাররা। পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল, ওই দোকানে নামী সংস্থার লেবেল লাগিয়ে নকল নুন বিক্রি করা হচ্ছিল। এনফোর্সমেন্ট বিভাগের ইন্সপেক্টর বিশ্বজিৎ মণ্ডলের নেতৃত্বে ওই অভিযানেই দোকান থেকে পাওয়া যায় প্রায় ৬ হাজার কেজি নকল নুন। ওই বিপুল পরিমাণের নকল নুন ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট বিভাগ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট বিভাগের পাশাপাশি এই অভিযানে সঙ্গে ছিলেন জামুরিয়া থানার পুলিশকর্মীরাও।

ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই অভিযুক্ত দোকানদারকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকার আরও কোথাও এই নকল লবণ মজুত করা আছে কি না, সেই সব দিক খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। এদিকে শুক্রবার জামুরিয়া বাজার এলাকায় পুলিশের এনফোর্সমেন্ট বিভাগের এই অভিযানের পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে আশপাশের দোকানিদের মধ্যে। নকল নুনকে কেন্দ্র করে উদ্বেগ বেড়েছে ক্রেতাদের একাংশের মধ্যেও।

Next Article