Shatrughan Sinha: ‘জেতার পর চলে যাইনি, আসানসোলে থেকেই কাজ করব’, দাবি শত্রুঘ্নর

Asansol: বুধবার বিকেলে শত্রুঘ্ন আসেন আসানসোল দক্ষিণ বিধানসভার বার্ণপুর স্টেশন রোডের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। সেখানে তাঁকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

Shatrughan Sinha: 'জেতার পর চলে যাইনি, আসানসোলে থেকেই কাজ করব', দাবি শত্রুঘ্নর
শত্রুঘ্ন সিনহা (সংবাদ সংস্থা)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 20, 2022 | 7:51 PM

আসানসোল: মাত্র চার দিন হয়েছে। আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তিন লক্ষের বেশি ভোটে জিতে সাংসদ হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) । বুধবার শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় তৃণমূল এই প্রার্থীকে। এদিন তিনি বলেন, ‘জেতার পরে আমি চলে যাইনি। সবার সঙ্গে দেখা করছি। খুব তাড়াতাড়ি দিদির সঙ্গে দেখা করতে কলকাতা যাব। সেখান থেকে দিল্লি। তারপর মুম্বই হয়ে আবার আসানসোলে ফিরে আসব।’

বুধবার বিকেলে শত্রুঘ্ন আসেন আসানসোল দক্ষিণ বিধানসভার বার্ণপুর স্টেশন রোডের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। সেখানে তাঁকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের রাজ্য নেতা অশোক রুদ্র, কাউন্সিলর সোনা গুপ্তা, পূর্ণেন্দু চৌধুরী, গুরমিত সিং, জেলা নেতা প্রবোধ রায় ওরফে ক্যাপ্টেন, রাকেশ শর্মা ও উৎপল সেন সহ অন্যরা। সংবর্ধনা পাওয়ার পর শত্রুঘ্ন সিনহা বলেন, ‘এই জয় সকলের। বিশেষ করে এটা মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের জয়। মমতা বন্দ্যোপাধ্যায় এখন দেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও জানদার নেতা।’ তিনি বলেন, ‘জেতার পরে আমি চলে যাইনি। সবার সঙ্গে দেখা করছি। খুব তাড়াতাড়ি দিদির সঙ্গে দেখা করতে কলকাতা যাবো। সেখান থেকে দিল্লি। তারপর মুম্বই হয়ে আবার আসানসোলে ফিরে আসব। আমি আসানসোলে থেকে আসানসোলের জন্য কাজ করবো। মন্ত্রী মলয় ঘটক সহ সবার জন্য কথা বলে এখানকার কী কী সমস্যা আছে, তা জানার চেষ্টা করবো। প্রয়োজন মতো সংসদে তা তুলব। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কাজ করব।’

প্রসঙ্গত, বার্ণপুর ইস্কো কারখানা বা আইএসপিতে ফেরো স্ক্র্যাপ নিগম লিমিটেডের যে ইউনিট আছে ইতিমধ্যেই কেন্দ্র সরকার বেসরকারি করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রসঙ্গে আসানসোল থেকে সদ্য নির্বাচিত হওয়া সাংসদ বলেন, ‘ঠিক কি হয়েছে বিস্তারিত আমি এখনও জানিনা। আমার পক্ষে এখনই এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়।’ সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘খুব তাড়াতাড়ি আমাকে এই নিয়ে প্রশ্ন করা হল। তবে বিষয়টি গুরুত্বপূর্ণ। সবকিছু জেনে, সবার সঙ্গে কথা বলে আমার যা করার তা আমি করব।’

আরও পড়ুন: Jungle Mahals Maoist activities: রাত বাড়লেই বাড়ছে ‘ভয়’, মাওবাদী কার্যকলাপ বাড়তেই লুকিয়ে পড়ছেন তৃণমূল নেতারা?