Dogs killed in Asansol: ৮টি সারমেয়কে বিষ খাওয়ানোর অভিযোগ, আসানসোলে তুমুল হইচই
Paschim Bardhaman: এখানেই শেষ নয়, স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এর আগে এই বাবা ও ছেলে পাড়ার লোকদের হুঁশিয়ারি দিয়েছিল সারমেয়গুলিকে মেরে ফেলবে। তারপরই মৃত সারমেয়গুলিকে পাওয়া যায় একই এলাকা থেকে। ফলে দু'য়ে-দু'য়ে চার করছেন এলাকাবাসী।

আসানসোল: বাড়ির পোষা হাঁস-মুরগি মেরে ফেলেছে। তাই রাস্তার ৮ টি কুকুকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ। নৃশংস এই ঘটনায় নাম জড়াল নারায়ণ মণ্ডল ও তাঁর ছেলে বিকাশ মণ্ডল নামে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। এখানেই শেষ নয়, স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এর আগে এই বাবা ও ছেলে পাড়ার লোকদের হুঁশিয়ারি দিয়েছিল সারমেয়গুলিকে মেরে ফেলবে। তারপরই মৃত সারমেয়গুলিকে পাওয়া যায় একই এলাকা থেকে। ফলে দু’য়ে-দু’য়ে চার করছেন এলাকাবাসী। ইতিমধ্যেই তিনটি সারমেয়র দেহ উদ্ধার হয়েছে। খোঁজ মেলেনি তিনটি কুকুরের। পশুপ্রেমী সংস্থার দাবি ওই দেহগুলি ময়না তদন্ত হবে। তাদের আশঙ্কা, মেরে মাটিতে পুঁতে ফেলা হতে পারে সারমেয়গুলিকে। দুটি কুকুরের চিকিৎসা চলছে। সম্ভবত রাতে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল।
ঘটনাটি ঘটেছে আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত মানিক চাঁদ গার্লস স্কুল সংলগ্ন এলাকার। ঘটনা প্রকাশ্যে আসার পর হিরাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। এলাকাবাসীর দাবি, প্রথমে বিষয়টি গুরুত্ব দিতে চাইছিল না পুলিশ। পরে হিরাপুর থানার পুলিশ অভিযোগ নেয় জিডি আকারে। স্থানীয় সমাজসেবী শংকর নাগ বলেন, “মানিকচাদ এলাকায় আটটি কুকুরকে বিষ খাইয়ে মেরে দেওয়া হয়েছে। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। যে কুকুরগুলির দেহ উদ্ধার করা হয়েছে সেগুলিকে পোস্টমর্টেম-এ পাঠানো হবে।” গোটা ঘটনায় অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পশুপ্রেমি সংগঠন গুলি।
শুধু আসানসোল নয়, এর আগে কলকাতার বেহালার পর্ণশ্রী থানার অন্তর্গত সাগর মান্না রোডে কুকুর বেড়ালের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। সেই ঘটনাতেও পশু প্রেমী সংগঠন এবং স্থানীয় কাউন্সিলরের তরফ থেকে পর্ণশ্রী থানায় একটি এফআইআর করা হয়েছিল সেন্টারের মালিকদের বিরুদ্ধে। এরপর রবিবার বেহালা পশু সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে পর্ণশ্রী থানার সামনে থেকে প্রতিবাদ মিছিল করে।

