একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে জোট সরকার গড়বে তৃণমূল-বিজেপি: সূর্যকান্ত মিশ্র

সৈকত দাস |

Feb 14, 2021 | 10:04 PM

তৃণমূল সাম্প্রদায়িক দল, দরকারে একে অন্যকে সহযোগিতা করবে তৃণমূল ও বিজেপি, দাবি সিপিএমের রাজ্য সম্পাদকের

একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে জোট সরকার গড়বে তৃণমূল-বিজেপি: সূর্যকান্ত মিশ্র
ফাইল চিত্র

Follow Us

দুর্গাপুর: “লিখে নিন, বিধানসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে একসঙ্গে সরকার গড়বে।” পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বামুনাড়ায় দলীয় সভা থেকে এমনই বিস্ফোরক দাবি করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra)।

একুশের বিধানসভা ভোটে বাংলাকে পাখির চোখ করে ঝাঁপিয়েছে বিজেপি (BJP)। অন্যদিকে ক্ষমতা টিকিয়ে রাখতে মরিয়া তৃণমূলও (TMC)। একুশের ভোটে যুযুধান দু’পক্ষ একে অন্যের বিরুদ্ধে প্রচার, কর্মসূচি নিয়ে ঝাঁপিয়েছে। অমিত শাহরা যখন বাংলা থেকে তৃণমূল সরকারকে ‘ছুড়ে ফেলা’র ডাক দিচ্ছেন, তখন রাজ্যের শাসক দল তাঁদের বহিরাগত বলে আক্রমণ করছেন। এই প্রেক্ষিতে দুই দলকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন সিপিএম (CPIM) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তাঁর দাবি, দুই দলের মধ্যে কেউ যদি একুশের ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা না পায় তবে নিশ্চিতভাবে তারা জোট সরকার গড়বে।

রবিবার পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বামুনাড়ায় দলীয় সভা করেন সূর্যকান্ত। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিপিএমের রাজ্য সম্পাদকের মন্তব্য, ‘তৃণমূল ও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে একসঙ্গে সরকার গড়বে। ওদের সর্বশক্তি দিয়ে আটকানোর চেষ্টা করব আমরা।’

প্রসঙ্গত, বাংলায় বিজেপিকে হারাতে ‘ধর্মনিরপেক্ষ’ দলগুলিকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই ডাকে সাড়া দেয়নি সিপিএমের জোটসঙ্গী কংগ্রেস। এই প্রেক্ষিতে বিভিন্ন জনসভা থেকে বিজেপি, সিপিএম ও কংগ্রেসকে এক পংক্তিতে ফেলে আক্রমণ শানাচ্ছেন মমতা। গত লোকসভা ভোটে বামেদের ভোট বিজেপির দিকে গিয়েছে বলে দুই দলের মধ্যে গোপন বোঝাপড়ার দিকে আঙুল তুলেছেন তিনি। তাঁর দাবি, ত্রিপুরা বা কেরলের সিপিএমের থেকে বাংলার সিপিএম আলাদা।

এদিকে এ রাজ্যে বিজেপির উত্থানের নেপথ্যে তৃণমূলকেই দায়ী করে এসেছে সিপিএম। রবিবারের সভা থেকে আরও একবার সেই অভিযোগ তোলেন সূর্যকান্ত। বলেন, বিজেপি গ্রাম বাংলায় এসেছে তৃণমূলের জন্যই। তাঁর কটাক্ষ, ‘যতদিন তৃণমূলের ঘাস এখানে থাকবে, ততদিন গোমাতার দল বিজেপি এখানে ঘাস খেতে আসবে। ঘাস উপড়ে দিলে এই গরু আর আসবে না।’ বাংলায় সিপিএমের লড়াই তৃণমূল ও বিজেপি দুই দলের বিরুদ্ধে বলে মন্তব্য করেন দলের রাজ্য় সম্পাদক। তৃণমূল ও বিজেপির দলত্যাগীদেরও নিশানা করেন তিনি। বলেন, সকালে যিনি তৃণমূল বিকেলে তিনিই বিজেপির দিকে ঘুরে যান। দুই দলকেই দুর্নীতি নিয়ে খোঁচা দেন। পাশাপাশি তৃণমূলকেও সাম্প্রদায়িক দল বলে অভিযোগ করেন তিনি।

সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএমের রাজ্য সম্পাদকের মন্তব্য, ‘লিখে নিন তৃণমূল-বিজেপি মিলে সরকার গড়ার চেষ্টা করবে। আমাদের লক্ষ্য হবে এদের দু’জন যাতে সংখ্যাগরিষ্ঠতা না পায় সেই লড়াই করা।’ বিজেপিকে ঠেকাতে তৃণমূলকে সহযোগিতার প্রসঙ্গ উড়িয়ে দিয়ে সূর্যকান্ত জানান, ওই দুই দল একে অন্যকে সহযোগিতা করবে। আমাদের সহযোগিতা করবার কোনও দরকার নেই।

Next Article