Durgapur: স্কুল পালিয়ে দামোদরে স্নান, ক্লাস টেনের তিনজন পড়ুয়া তলিয়ে গেলেন একসঙ্গে

Jayanta Biswas | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 27, 2023 | 6:43 PM

Durgapur: জানা গিয়েছে, স্কুল পালিয়ে স্নানে এসেই এই বিপত্তি। ঘটনাস্থল বাঁকুড়ার বড়জোড়া থানা। ইতিমধ্যে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা উদ্ধারকারী দল ওই তিন ছাত্রের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Durgapur: স্কুল পালিয়ে দামোদরে স্নান, ক্লাস টেনের তিনজন পড়ুয়া তলিয়ে গেলেন একসঙ্গে
নদীতে তলিয়ে গেল পড়ুয়া
Image Credit source: Tv9 Bangla

Follow Us

দুর্গাপুর: বর্ষাকালে দামোদরে স্নানে নেমেছিলেন আট জন পড়ুয়া। প্রথম দিকে সবটুকুই ঠিকঠাক ছিল। পরে গণ্ডগোল। স্থান করতে-করতে একজন হঠাৎ করেই তলিয়ে যেতে শুরু করে। তাঁকে বাঁচাতে গিয়ে অপর দু’জনও তলিয়ে যায়। তারপর থেকে তিনজনই নিখোঁজ।

জানা গিয়েছে, স্কুল পালিয়ে স্নানে এসেই এই বিপত্তি। ঘটনাস্থল বাঁকুড়ার বড়জোড়া থানা। ইতিমধ্যে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা উদ্ধারকারী দল ওই তিন ছাত্রের খোঁজে তল্লাশি চালাচ্ছে। জানা যাচ্ছে ওই পড়ুয়ারা এমএমসি টাউনশিপের বাসিন্দা। তিনজন পড়ুয়ার নাম সৌম্যজিত সাহা, শুভজিৎ নস্কর ও ভিকি শীল।

সূত্রের খবর, মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ আটজন পড়ুয়া দামোদর নদে আসে। সেই সময় একজন তলিয়ে যেতে শুরু করলে বাকি দু’জন বাঁচাতে যায়। তলিয়ে যাওয়া এই ছাত্রের খোঁজে দুর্গাপুর ব্যারাজে দামোদর নদের জলে নেমেছে বিশেষ উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দারা।

Next Article