AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WBSSC-SLST Exam: যোগীরাজ্যে পরীক্ষা হয় না? বাংলায় আসা ভিন রাজ্যের পরীক্ষার্থীকে প্রশ্ন করতেই বললেন…

WBSSC-SLST Exam: পরীক্ষা দিতে ভিন রাজ্য থেকে ছুটে এসেছেন কত পরীক্ষার্থী। কেউ এসেছেন বিহার থেকে, কেউ বা এসেছেন ঝাড়খণ্ড থেকে, কেউ আবার এসেছেন উত্তর প্রদেশ থেকেও। সর্বোপরি, কয়েক জায়গায় মিলেছে দক্ষিণী রাজ্যের বাসিন্দাও।

WBSSC-SLST Exam: যোগীরাজ্যে পরীক্ষা হয় না? বাংলায় আসা ভিন রাজ্যের পরীক্ষার্থীকে প্রশ্ন করতেই বললেন...
যোগীরাজ্যের চাকরিপ্রার্থী এলেন বাংলায়Image Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Sep 07, 2025 | 5:15 PM
Share

আসানসোল: দুর্নীতি নিয়ে তাদের ‘মাথাব্যথা’ নেই, পরীক্ষা দেওয়াটাই লক্ষ্য। সে নিজের রাজ্যে হোক বা অন্য কোনও রাজ্যে। রবিবার বাংলাজুড়ে আয়োজিত হয়েছিল নবম-দশমের নিয়োগ প্রক্রিয়া। মোটের উপর নির্বিঘ্নেই মিটেছে বললে চলে। দুপুর ১২টা থেকে রাজ্য়ের ৬৩৬টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। শেষ হয় দেড়টা নাগাদ। ধীরে ধীরে কেন্দ্র থেকে বেরিয়ে আসেন পরীক্ষার্থী। সবার হাতে প্রশ্নপত্র ও OMR শিটের কার্বন কপি।

পরীক্ষা ঘিরে কোথাও গোলযোগ তৈরির খবর মেলেনি। তবে ন’বছর পর আয়োজিত SSC-এর পরীক্ষায় ধরা পড়েছে অন্য একটা ছবি। পরীক্ষা দিতে ভিন রাজ্য থেকে ছুটে এসেছেন কত পরীক্ষার্থী। কেউ এসেছেন বিহার থেকে, কেউ বা এসেছেন ঝাড়খণ্ড থেকে, কেউ আবার এসেছেন উত্তর প্রদেশ থেকেও। সর্বোপরি, কয়েক জায়গায় মিলেছে দক্ষিণী রাজ্যের বাসিন্দাও।

ভিন রাজ্য়ের পরীক্ষার্থীদের দেখে মনে জোর পেয়েছে শাসক শিবিরও। এদিন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ নিজের এক্স হ্য়ান্ডেলে লিখেছেন, ‘বাংলায় এসএসসি-র পরীক্ষা দিতে এসেছেন যোগীরাজ্য-সহ একাধিক ডবল ইঞ্জিন সরকারের রাজ্যের চাকরিপ্রার্থীরা। অনেকে বলছেন, ওখানে নাকি চাকরি নেই।’

বাংলায় এসে যে তারা নির্বিঘ্নে পরীক্ষা দিয়েছেন, তাতে শাসক শিবির খুশি। কুণাল লিখেছেন, ‘এখানে কেউ বলেনি বাংলার চাকরির পরীক্ষা শুধু বঙ্গবাসী দিতে পারবে। কেউ হয়রান করেনি।’

কেমন গেল তাদের পরীক্ষা?

এদিন ঝাড়খণ্ড থেকে আগত এক পরীক্ষার্থী মিলন কুমার মণ্ডল বলেন, “ঝাড়খণ্ডে নিয়োগ হয়, কিন্তু সরকার সব আসন বিক্রি করে দেয়। এখানে আমাদের আদালতের উপর ভরসা রয়েছে।” অন্যদিকে, প্রয়াগরাজ থেকে আগত এক পরীক্ষার্থী বলছেন, ‘প্রশ্ন খুব ভাল হয়েছিল। উত্তরপ্রদেশেও প্রায় প্রতিবছর পরীক্ষা হয়।’

এককথায়, এসএসসি-র প্রতি ভিন রাজ্য়েবাসীদের ভরসা অনেকটাই দেখা গিয়েছে। কিন্তু রাজ্য়ের পরীক্ষার্থী? তারা কী বলছেন? একাংশের মনে ওএমআর-এর কার্বন কপি ‘ভরসার জায়গা’ তৈরি করলেও, কেউ কেউ কিন্তু এখনও ক্ষুব্ধ। তাদের দাবি, ‘প্রশ্ন খুবই সহজ হয়েছে। ওএমআর শিটের কার্বন কপিও পেয়েছি। কিন্তু নিয়োগ একেবারে দুর্নীতি মুক্ত হবে বলে তো মনে হয় না।’