বেঁচে থাক মানবতা! রহমত, আতাউদ্দিনদের কাঁধে চেপে শেষযাত্রায় রামধনু!

Nov 30, 2020 | 9:25 AM

এটাই বোধহয় আদর্শ দেশের সংজ্ঞা। সমস্ত দ্বেষকে দূরে ঠেলে মানুষের পাশে, মানুষ হয়ে দাঁড়ানো।

বেঁচে থাক মানবতা! রহমত, আতাউদ্দিনদের কাঁধে চেপে শেষযাত্রায় রামধনু!
প্রতীকী ছবি।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: ধর্ম মানে, যা কিছু ধারণ করা হয়। আর এ ক্ষেত্রে অনেকেই বেছে নেন মনুষ্যত্বকে। মানবতার ঊর্ধ্বে কোনওকিছু কোনওদিন ছিল না, থাকতেও পারে না। পশ্চিম বর্ধমান (Paschim Burdwan)-এর ‘দেশের মহান’ গ্রামের মানুষগুলো আরও একবার এ সত্যই তুলে ধরলেন। সহায়হীন হিন্দু পরিবারের পাশে দাঁড়াল গ্রামের মুসলমান পরিবারগুলি। হিন্দু বৃদ্ধের মরদেহ কাঁধে তুলে নিলেন রহমত, আতাউদ্দিনরা। শেষকৃত্য সারলেন নিষ্ঠাভরে, হিন্দুমতে।

জামুড়িয়া (Jamuria)-এর দেশের মহান গ্রামে ২৩০টি পরিবারের বাস। এর মধ্যে একটি মাত্র পরিবার হিন্দু। বাকিরা মুসলমান সম্প্রদায়ের। এখানেই প্রায় ৩০ বছর ধরে বাস বৃদ্ধ রামধনু রজকের। সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন তিনি। এদিকে ছেলে, মেয়েরা কেউই কাছে ছিলেন না। গাঁয়ের লোকজনই রানিগঞ্জের একটি নার্সিংহোমে ভর্তি করেন। শনিবার সেখানেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন: ‘দাদার অনুগামী’ লেখা পোস্টার কাটোয়ায়

নার্সিংহোমেও ঠায় ছিলেন গ্রামের লোকজন। রামধনু রজক মারা যাওয়ার পরও সব ব্যবস্থা করেন তাঁরাই। হিন্দুশাস্ত্র মেনে হয় শেষকৃত্য। এটাই বোধহয় আদর্শ দেশের সংজ্ঞা। সমস্ত দ্বেষকে দূরে ঠেলে মানুষের পাশে, মানুষ হয়ে দাঁড়ানো।

Next Article