প্রেমে প্রতিঘাত!পরকীয়ার জেরে গেঞ্জির ফাঁস লাগিয়ে আত্মহত্যা যুবকের

tista roychowdhury |

Nov 27, 2020 | 7:29 AM

মৃতের স্ত্রী ও বছর চারেকের একটি মেয়ে আছে। শনিবার সকালে চাষের জমিতে কাজ করতে গিয়ে রাজুর মৃতদেহ নজরে পড়ে কয়েক জনের। স্থানীয় পঞ্চায়েত খবর পেয়ে থানায় যোগাযোগ করেন। একটি সেচ খালের পাশের গাছ থেকে রাজুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের প্রেমিকা মিঠু শীকে থানায় নিয়ে গিয়ে জেরা শুরু করে সবং থানার পুলিস।

প্রেমে প্রতিঘাত!পরকীয়ার জেরে গেঞ্জির ফাঁস লাগিয়ে আত্মহত্যা যুবকের
প্রতীকী চিত্র

Follow Us

TV9 বাংলা ডিজিটাল : প্রেমেই কাঁটা। পরকীয়া(L0ve Triangle) সম্পর্কের টানাপোড়েনে প্রেমিকার বাড়ির সামনেই পরনের গেঞ্জির ফাঁস লাগিয়ে আত্মহত্যা (Suicide) করল এক যুবক। পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur)ভেমুয়া গ্রাম পঞ্চায়েতের লাউবার গ্রামের ঘটনা।

পুলিস সূত্রের খবর, মৃতের নাম রাজু দুয়া। নিবাস পিংলা থানার নারাথা গ্রামে। মৃতের স্ত্রী ও বছর চারেকের একটি মেয়ে আছে। শনিবার সকালে চাষের জমিতে কাজ করতে গিয়ে রাজুর মৃতদেহ নজরে পড়ে কয়েক জনের। স্থানীয় পঞ্চায়েত খবর পেয়ে থানায় যোগাযোগ করেন। একটি সেচ খালের পাশের গাছ থেকে রাজুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের প্রেমিকা মিঠু শীকে থানায় নিয়ে গিয়ে জেরা শুরু করে সবং থানার পুলিস। তবে শনিবার সন্ধেয় পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে সবং থানা।

আরও পড়ুন: সন্তান না হওয়ায় গঞ্জনা, বধূর ঝুলন্ত দেহ উদ্ধার

স্থানীয় সূত্রের খবর, বছর ছয়েক আগে যশোরাজপুর গ্রামের এক যুবতীর সঙ্গে বিয়ে হয় পরিযায়ী শ্রমিক রাজুর। বিয়ের আগেই নিজের গ্রামে এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। সেই নিয়ে নিজের স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া বিবাদ চলত। এই পরকীয়ার(Love Triangle) জেরেই স্বামীকে ছেড়ে নিজের বাড়ি ফিরে গিয়েছিলেন মৃতের স্ত্রী। সম্প্রতি ওই মহিলার সঙ্গে অন্য এক ব্যক্তির সম্পর্ক তৈরি হয়। তাই নিয়ে রাজুর সঙ্গে মনোমালিন্য শুরু হয়। শুক্রবার বিকেলে লাউবার গ্রামে কিছু যুবকের সঙ্গে ঝামেলাও হয় রাজুর। তারপর শনিবার সকালে রাজুর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস।

Next Article