AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Mamata Banerjee in Ghatal: ‘বলতে-বলতে ফেড আপ হয়ে গেছি…এবার আমরাও গেমপ্ল্যান করব’, ঘাটালে বললেন মমতা

CM Mamata Banerjee: মঙ্গলবার ঘাটাল-আরামবাগ সহ একটি জায়গা বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন ঘাটালে যান তিনি। সঙ্গে ছিলেন সেখানকার সাংসদ দীপরক অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এক নজরে।

CM Mamata Banerjee in Ghatal: 'বলতে-বলতে ফেড আপ হয়ে গেছি...এবার আমরাও গেমপ্ল্যান করব', ঘাটালে বললেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: Tv9 Bangla
| Updated on: Aug 05, 2025 | 5:05 PM
Share

ঘাটাল: দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি হয়ে চলেছে। কখনও ভারী কখনও বা অতিভারী। আর এই বৃষ্টির জেরে জলমগ্ন রাজ্যের একাধিক স্থান। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে জেলাগুলিতে। যদিও এই পরিস্থিতির জন্য ডিভিসির ছাড়া জলকেই দায়ী করেছে রাজ্য সরকার। মঙ্গলবার ঘাটাল-আরামবাগ সহ একটি জায়গা বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন ঘাটালে যান তিনি। সঙ্গে ছিলেন সেখানকার সাংসদ দীপরক অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এক নজরে।

  1. মমতা বন্দ্যোপাধ্যায়: অসম বন্যার টাকা পায়। বাংলাকে দেয় না। এখন ওরা বলে বাংলা কোনও ভাষাই নয়। আবার বলছে আমি কেন বলেছি তাই আমায় ন্যাশানাল সিকিউরিটি আইনে গ্রেফতার করা উচিত।SIR-এর নামে NRC করার চেষ্টা হচ্ছে। নাম বাদ দিলে দরবার করবেন। মানুষের নাম বাদ দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে না। এটা একটা ডাবল ইঞ্জিন সরকারের পরিকল্পনা মাফিক খেলা। রেশন,এপিক,ভোটার কার্ড হবে না তো কী হবে? সব দিকে নজর রাখবেন। বাংলা ভাষায় বলছি আবার NRC নোটিস দিয়েছে। এত বড় সাহস বলছে বাংলা বলে কোনও ভাষা নেই।আমি সবাইকে সম্মান করি। আমি মা বলতে পারব না এটা হয় না।
  2. মমতা বন্দ্যোপাধ্যায়: ঘাটালে প্রতিবার আমি আসি। একবার তিনতলা বাড়ির উপর মানুষকে নামানো হয়েছিল আমার মনে আছে। রাজ্যটা নৌকার মতো। এতে মানুষের ক্ষতি হয়, আমাদের টাকারও খরচ হয়। প্রচুর পুকুর কাটা হয়েছে। সেচ ড্যাম তৈরি হয়েছে। এবার ডিভিসি যা জল ছেড়ে সব রেকর্ড ছাপিয়ে গেছে। ওইখানে ড্রেজিং করে না। ২০ বছর ধরে ড্রেজিং করেনি। বর্ষা হলে বাংলায় জল ছাড়ছে। ছাব্বিশের ভোটের পর ডিভিসি জল ছাড়লে কী করে আটকানো যায় তার প্ল্যানিং করবে। এতে টাকা লাগবে। কিন্তু আমরাও বাঁধ তৈরি করব আর তারপর তা অন্য জায়গায় ছাড়ব। বলতে-বলতে ফেড আপ হয়ে গেছি…এবার আমরাও গেমপ্ল্যান করব।
  3. মমতা বন্দ্যোপাধ্যায়: বাংলা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আগে গঙ্গার ভাঙন রোধে কেন্দ্র টাকা দিত। এখন সবটাই আমাদের করতে হয়। ডিসেম্বরের মধ্যে পেয়ে যাবেন।
  4. মমতা বন্দ্যোপাধ্যায়: অনেক কৃষকের জমি ডুবে গেছে। আমাদের সরকারের স্কিম আছে। সেটায় কৃষকরা উপকৃত হতে পারেন। কৃষি দফতর ইতিমধ্যেই সার্ভে করছে। তারপর কৃষকরা ক্রপ ইন্সসুয়রেন্স পাবেন।
  5. মমতা বন্দ্যোপাধ্যায়: অনেকদিন ধরে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রকে বলেছি। তারা কিছু করেনি। এটা ওদেরই করার কথা ছিল। তবে আমরা ইতিমধ্যে দেড় হাজার কোটি টাকার প্ল্যান করেছি। কাজ শুরু হয়েছে। বর্ষার পর আরও কাজ হবে। কমিটি তৈরি হয়েছে। আর ডিভিসি এবার অনেক জল ছেড়েছে। একদম কথা শোনে না।