Ghatal: ওষুধের সঙ্গে প্রতিবাদেরও দাওয়াই থাকছে প্রেসক্রিপশনেই
Medinipur: প্রেসক্রিপশনে প্রতিবাদের লক্ষ্য একটাই, আরও বেশি করে সাধারণ মানুষের কাছে যাতে প্রতিবাদের বার্তা পৌঁছয়। এই আন্দোলনে সাধারণ মানুষকে সামিল হওয়ার আহ্বান জানিয়েই প্রেশক্রিপশন লিখছেন ওই চিকিৎসক।
মেদিনীপুর: চিকিৎসকদের প্রেসক্রিপশনে প্রতিবাদের ঝড় অব্যাহত। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, একাধিক চিকিৎসক তাঁদের প্রেসক্রিপশনে ওষুধের নামের সঙ্গে লিখে দিচ্ছেন আরজি করের জন্য বিচারের দাবিও। ঘাটালে এক চিকিৎসক তার প্রেসক্রিপশনে ‘আরজি করের ঘটনার বিচার চাই’ বলে স্ট্যাম্প মেরে দিচ্ছেন।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
ঘাটালের অর্থোপেডিক সুমন্ত পাঁজা বলেন, “রাস্তায় নেমে প্রতিবাদ তো করেছিই। কলকাতাতেও গিয়েছিলাম। ঘাটালেও প্রতিবাদে শামিল হয়েছি। এবার আমাদের প্রেসক্রিপশনে স্ট্যাম্প দিচ্ছি। বক্তব্য একটাই, আরজি করের জন্য বিচার চাই। অপরাধী চক্রের বিনাশ চাই।”
প্রেসক্রিপশনে প্রতিবাদের লক্ষ্য একটাই, আরও বেশি করে সাধারণ মানুষের কাছে যাতে প্রতিবাদের বার্তা পৌঁছয়। এই আন্দোলনে সাধারণ মানুষকে সামিল হওয়ার আহ্বান জানিয়েই প্রেশক্রিপশন লিখছেন ওই চিকিৎসক।
আরজি করকাণ্ডের প্রতিবাদে সোমবার থেকে কলকাতায় বিবি গাঙ্গুলি স্ট্রিটে ধরনায় বসেছেন জুনিয়র ডাক্তাররা। এর আগে কর্মবিরতি থেকে শুরু করে নিজেদের ক্যাম্পাসে প্রতিবাদে নামেন তাঁরা। রায়গঞ্জের উকিলপাড়ার চিকিৎসক দেবব্রত রায়কে দেখা গিয়েছিল আরজি করের ঘটনার প্রতিবাদ করে প্রেসক্রিপশনে স্ট্যাম্প দিতে। প্রেসক্রিপশনে লিখে দিচ্ছেন, ‘আরজি কর বিচার চাই, অপরাধচক্রের বিনাশ চাই।’ পরবর্তীতে আরও বহু চিকিৎসককেই এভাবে প্রতিবাদ করতে দেখা গিয়েছে। ঘাটালের সুমন্ত পাঁজাও সেই প্রতিবাদেই সামিল।