Ghatal LokSabha: তারকাদের ভিড়ে প্রচারের অস্ত্র দুর্নীতি, দেব-হিরণকে টেক্কা দিচ্ছেন ৭২-এর বাম প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়

CPM: সকাল-দুপুর-সন্ধ্যা। প্রতিনিয়ত দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ঘাটাল লোকসভার কেন্দ্রর ঘাটাল,দাসপুরের সহ বিভিন্ন কেন্দ্রের অলিগলি ঘুরে বেড়াচ্ছেন তপনবাবু। কখনো সাইকেল চড়ে, কখনো টোটয় চড়ে বা পায়ে হেঁটে প্রচার চালাচ্ছেন তিনি।

Ghatal LokSabha: তারকাদের ভিড়ে প্রচারের অস্ত্র দুর্নীতি, দেব-হিরণকে টেক্কা দিচ্ছেন ৭২-এর বাম প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়
তপন গঙ্গোপাধ্যায়, বাম প্রার্থীImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 09, 2024 | 9:29 AM

ঘাটাল: তাঁর বিপরীতে একদিকে রয়েছেন তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। অন্যদিকে, বিজেপি-র হিরণ চট্টোপাধ্যায়। এই দুইয়ের রাজনৈতিক কচকচানি আকছাড় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। কিন্তু তরুণ এই দু’জন প্রার্থীর বিরুদ্ধে বামেদের সংগ্রামের ‘অস্ত্র’ বাহাত্তরের তপন গঙ্গোপাধ্যায়। দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে দেব ও হিরণের বিরুদ্ধে লড়ছেন পোড় খাওয়া রাজনীতিক।

সকাল-দুপুর-সন্ধ্যা। প্রতিনিয়ত দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ঘাটাল লোকসভার কেন্দ্রর ঘাটাল,দাসপুরের সহ বিভিন্ন কেন্দ্রের অলিগলি ঘুরে বেড়াচ্ছেন তপনবাবু। কখনো সাইকেল চড়ে, কখনো টোটয় চড়ে বা পায়ে হেঁটে প্রচার চালাচ্ছেন তিনি। প্রায় ৭২ কাছাকাছি বয়স সিপিআইের কিষাণ খেতমজুরের রাজ্য সংগঠন সম্পাদক তপন গঙ্গোপাধ্যায়ের। বাম প্রার্থীর প্রচারের মূল হাতিয়ার রাজ্যে তৃণমূল সরকারের দুর্নীতি, আর কেন্দ্রের ধর্ম নিয়ে রাজনীতি। বাম প্রার্থীর দাবি, তিনি যদি জয়ী হন সবার আগে ঘাটালে রেলপথ তারপরে ছোটখাটো নদী নালা খাল বিল সংস্কারের কাজে গুরুত্ব দেবেন। বিশেষ করে কৃষি প্রধান এলাকার কৃষকদের জন্য লড়বেন তাঁরা।

তপনবাবু বলেন, “দু’জনই তারকা এবং ভাল অভিনেতা। কিন্তু এটা তো নির্বাচন। এটা রাজনৈতিক লড়াই। এই লড়াইয়ে সাধারণ মানুষের দাবি দাওয়ার কথা, এবং দেশ কীভাবে ভাল থাকবে সেই কারণে এই লড়াই। আমি সারা জীবন ধরে এই চর্চা করছি। এখানে সাধারণ মানুষের স্বার্থ গুরুত্বপূর্ণ। তাই চিত্র তারকা নিয়ে আমাদের বিড়ম্বনা নেই। মানুষের কথা লাল ঝন্ডাই বলবে। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি।”