হলদি: হলদি নদী থেকে দীর্ঘদিন ধরে বালি তোলার অভিযোগ উঠছিল। বিভিন্ন এলাকায় তা পাচার করা হতো বলেই গুঞ্জন উঠছিল। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সবং থানার পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে নেমে পাঁচটি নৌকো, ২টি মেশিন ট্রলি এবং পাচারকাজে জড়িত পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেআইনি বালি পাচার বন্ধ করতে তৎপর সবং থানার পুলিশ। বিভিন্ন এলাকায় সেই মোতাবেক নাকা চেকিং শুরু হয়। তারপরেও চলছিল বালি পাচার। জানা যাচ্ছে, একটি বালিপাচার চক্র হলদি নদী থেকে নৌকোয় বালি তুলে কেলেঘাই নদী থেকে এসে সবং সহ বিভিন্ন এলাকায় বালি পাচার করছিল। পুলিশ গোপন সূত্রে সেই খবর যায় পুলিশের কাছে। এরপরই অভিযান চালিয়ে ৫ টি নৌকো ২ টি মেসিন ট্রলি ও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার অভিযুক্তদের জেলা আদালতে পেশ করা হয়। তদন্তে জানা গিয়েছে, এই বালি পাচার চক্রে আরও অনেকে জড়িত থাকতে পারে। সেই কারণেই, ধৃত পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।