Ghatal Master Plan: ঘাটাল মাস্টারপ্ল্যানে ৫০০ কোটি বরাদ্দ, বিজেপি বলছে, ‘ডাকাতির ব্যবস্থা করে দিল’
Ghatal Master Plan: বাজেটে ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য। এই নিয়ে ঘাটালের বাসিন্দারা বলছেন, ৫০০ কোটি টাকা বরাদ্দ করে রাজ্য ভাল পদক্ষেপ করেছে। তবে কাজটা চালু হলে আরও ভাল হয়।

কলকাতা ও ঘাটাল: ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে বড় ঘোষণা রাজ্য বাজেটে। বুধবার রাজ্য বাজেট পেশের সময় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল। ২ বছরের মধ্যে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শেষ হবে বলে আশাবাদী রাজ্য। এই বরাদ্দের ফলে ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়নের আশা দেখছেন ঘাটালের বাসিন্দারা।
ঘাটাল মাস্টারপ্ল্যানের দাবি কয়েক দশকের পুরনো। এই নিয়ে রাজ্য ও কেন্দ্রের টানাপোড়েনও চলে দীর্ঘদিন। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে আরামবাগে একটি প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, কেন্দ্র সাহায্য না করলে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ রাজ্যই করবে। সেই মঞ্চে ছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব।
এরপর লোকসভা নির্বাচনের প্রচারেও ঘাটাল মাস্টারপ্ল্যানকে হাতিয়ার করে তৃণমূল। লোকসভা নির্বাচনে ঘাটালে ফের জেতেন দেব। কিন্তু, লোকসভা নির্বাচনের পর কয়েকমাস কেটে গেলেও ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ কেন শুরু করা হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। কিছুদিন আগে ঘাটাল মহকুমায় এই নিয়ে প্রশাসনিক বৈঠক হয়। সেখানে সাংসদ দেব, মন্ত্রী মানস ভুঁইঞাও উপস্থিত ছিলেন। সেই বৈঠকের পর দেব বলেছিলেন, ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়নের জন্য সব দলকে একজোট হতে হবে।
এবার বাজেটে ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য। এই নিয়ে ঘাটালের বাসিন্দারা বলছেন, ৫০০ কোটি টাকা বরাদ্দ করে রাজ্য ভাল পদক্ষেপ করেছে। তবে কাজটা চালু হলে আরও ভাল হয়। ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়ন হলে তাঁরা উপকৃত হবেন।
রাজ্যের এই বরাদ্দ নিয়ে কটাক্ষ করে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, “ঘাটাল মাস্টারপ্ল্যান হোক আমরাও চাই। তবে এটা কেন্দ্র ও রাজ্যের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। ৫০০ কোটি টাকায় ঘাটাল মাস্টারপ্ল্যান সম্পূর্ণ করা সম্ভব নয়। মাস্টারপ্ল্যানের নামে চুরি-ডাকাতির ব্যবস্থা করে দিচ্ছে। দলের নেতাদের চুরি করার রাস্তা করে দিতেই এই ঘোষণা হয়েছে।”

